২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উপকূলীয় অঞ্চলে ইসলামী ব্যাংকের শাখা

-

বৃহত্তর গলাচিপা উপজেলা আয়তনে প্রায় বগুড়া জেলার সমান। ব্যবসায়-বাণিজ্যের সুগম কেন্দ্রপ্রাণ। লোকসংখ্যা চার লাখের কাছাকাছি। নৌপথের নাব্যের জন্য উপকূলীয় অঞ্চলে গলাচিপা সুবিখ্যাত। প্রতিদিন ঢাকা থেকে এখানে একাধিক দোতলা লঞ্চ আসে। গলাচিপা বন্দরটি রামনাবাদ নদী তীরে অবস্থিত। বিভিন্ন পণ্যের প্রায় ৩০-৪০টি আড়ত, ৮৪টি মৎস্য আড়ত অধিকতর ব্যবসার সাফল্য বহন করছে প্রতিনিয়ত। ব্যবসায়ীরা আন্তরিকভাবে ডিডি, টিটি, এমটি এবং আমানত করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতি প্রচুর আগ্রহ প্রকাশ করছে এ প্রতিবেদকের কাছে। বিশ্বের শীর্ষ ১০০টি ব্যাংকে ইসলামী ব্যাংকের তালিকাভুক্তি সর্বজনবিদিত। পায়রা সমুদ্রবন্দর মাত্র ১০ কিলোমিটার অদূরে অবস্থিত। এখানে ইসলামী ব্যাংক চালু হলে বহুবিধ সাফল্য সূচিত হবে। ডিপোজিট ও অন্যান্য আর্থিক লেনদেনের জন্য বাহেরচর উপজেলা গলাচিপানির্ভর। স্থলপথে গলাচিপা ফেরি পেরিয়ে আসে ঢাকা থেকে পণ্যবোঝাই গাড়ির বহর। গ্রাহকসেবার খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী ব্যাংকের শাখা এখানে জরুরি ভিত্তিতে খোলা হোক।
আজিজ ইবনে মুসলিম
সাবেক ব্যাংকার, গলাচিপা, পটুয়াখালী


আরো সংবাদ



premium cement