২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বন্ধ হোক শিশুশ্রম

-

বাংলাদেশের ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের অংশগ্রহণ কম নয়। বাংলাদেশে ১৪ বছরের কম বয়সী শিশুদের কাজে নিয়োগ দেয়া আইনত নিষিদ্ধ। তবে সেই নিষেধাজ্ঞার প্রয়োগ না হওয়ায় প্রতিনিয়ত শিশুশ্রম বৃদ্ধি পাচ্ছে। এতে শিশুর বিকাশের ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব পড়ছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে যেসব প্রতিষ্ঠানে শিশুরা কাজ করে সেগুলোর কোনো ভিত্তি নেই। নির্দিষ্ট কোনো সময় নেই; শিশুর জন্য ক্ষতিকর দিকগুলো বিবেচনার ব্যবস্থা নেই। এমন পরিবেশে কাজ করে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। গৃহকর্মীদের ওপর নির্যাতন মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।
শিশুশ্রম বন্ধ না হলে এমন নির্যাতন বন্ধ হবে না। তাই সরকারের উচিত শিশুশ্রম নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়া।
ইসরাত জাহান
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম

 


আরো সংবাদ



premium cement