২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ছোট নদীকে বাঁচতে দিন

-

উত্তরে হিমালয় পর্বত ও দক্ষিণে বঙ্গোপসাগর দিয়ে ঘেরা বদ্বীপ বাংলাদেশ। ভৌগোলিক অবস্থানগত কারণে এ দেশের বুকে বয়ে চলেছে ছোট বড় প্রায় ৮০০ নদ নদী। বৃহৎ নদীগুলোর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা এবং এদের শাখা প্রশাখা প্রায় ২৪১৪০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কৃষিনির্ভর অর্থনীতির ফলে এ দেশের মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির সাথে নদীগুলো আষ্টেপৃষ্টে জড়িয়ে গেছে। কৃষি, পরিবহন, পর্যটনসহ এখানে নদীর ব্যবহারও বহুমুখী। শীত মৌসুমে সেচের পানির অন্যতম যোগানদাতা ছোট নদী। এ দেশের আমিষের প্রধান উৎস মাছ যা নদীগুলোর অকৃপণ দান। এ জন্যই আমরা ‘মাছে-ভাতে বাঙালি’। যুগ যুগ ধরে হিমালয়ের বরফ গলা পানির অনাকাক্সিক্ষত বন্যা থেকে রক্ষা করেছে নদী। কিন্তু তা আর হচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ, বর্ষায় পলি জমে ছোট নদীগুলো ভরাট হয়ে দখলদারদের আয়ত্বে চলে যাওয়া। ফলে নদীতে জায়গা না পেয়ে পানি ছুটে আসছে সমতলের দিকে। বড় নদীগুলোর শাখা-প্রশাখা কমে আসায় প্রবাহ ঠিক থাকছে না। পানির অতিরিক্ত চাপে সৃষ্টি হচ্ছে তীব্র নদীভাঙন। বন্যা ও ভাঙন অর্থনীতির জন্য যেমন হুমকি, তেমনি জনজীবনেও দুঃখের কারণ। তাই বড় নদীর পাশাপাশি ছোট ছোট শাখা নদীগুলোকেও দখলদারদের হাত থেকে রক্ষা করতে হবে। ফিরিয়ে দিতে হবে আবহমান বাংলার নদীগুলোর প্রবহমানতা। তবেই বাংলা ও বাঙালির জীবন শৃঙ্খলা ও সৌন্দর্যে পরিপূর্ণ হবে।
মো: আব্দুর রহমান
শিক্ষার্থী, ঢাকা কলেজ

 


আরো সংবাদ



premium cement