রিমান্ডে থাকা সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ জুলাই ২০২০, ২২:২৩, আপডেট: ২১ জুলাই ২০২০, ২২:২৬
অর্থ আত্মসাতের একটি মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম হাবিবুর রহমান এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বর্তমান সাহেদ উত্তরা পশ্চিম থানার একটি প্রতারণার মামলায় ১০ দিনের রিমান্ডে রয়েছেন। আদালতের পেশকার মেহেদী বাসসকে বলেন, সোমবার এক ব্যবসায়ী ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এনিয়ে সাহেদের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরআগে ১৩ জুলাই অর্থ আত্মসাতের দুই মামলায় ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এছাড়া সাহেদের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় আরও একটি প্রতারনা মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে আজ পর্যন্ত প্রতারক সাহেদের নামে উত্তরা পশ্চিম থানায় ১১টি মামলা করা হয়েছে।
সোমবার দিবাগত মধ্যরাতে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছেন মেট্রো রেল নির্মাণ কাজের সঙ্গে জড়িত একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ৭৬ জন শ্রমিক ও কর্মচারীদের করোনা পরীক্ষা করানো হয়েছিল রিজেন্ট হাসপাতাল থেকে।
আজ মঙ্গলবার উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেট্রো রেল নির্মাণের কাজ করছে এমন একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের মো. রেজাউল করিম বাদি হয়ে সোমবার রাতে মামলাটি করেছেন
১৫ জুলাই ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করা হয়।
পরের দিন উত্তরা পশ্চিম থানার প্রতানার মামলায় তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশ। শুনানি শেষ বিচারক দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। এসময় ৮জনকে আটক করা হয়। এবিষয়ে গত ৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় র্যাব বাদি হয়ে মো: সাহেদকে প্রধান আসামী করে ১৭জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ নিয়ে সাহেদের বিরুদ্ধে মোট ৬১ টি মামলা রয়েছে বলে জানা যায়।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা