জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিল
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০১
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691926_14.jpg)
গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য ২০ এপ্রিল ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে এই আদেশ দেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
এ মামলায় গ্রেফতার দেখানোর পর শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পাশাপাশি, প্রসিকিউশনের দাখিল করা অপর একটি আবেদন মঞ্জুর করে জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় গণহত্যার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
এর আগে, গত ৬ জানুয়ারি জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)
বেনজীর আহমেদসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের গ্রেফতার করে ১২ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য, শেখ হাসিনার পতনের পর গত বছরের ১৫ আগস্ট মধ্যরাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা