বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার ফ্রিজ করতে দুদকের চিঠি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩২
বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার সেইফ ডিপোজিট বা লকার সাময়িক সময়ের জন্য স্থগিত বা ফ্রিজ করতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
আজ মঙ্গলবার দুদক এই তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, যিনি এসকে সুর চৌধুরী নামে পরিচিত, তার সেইফ ডিপোজিট থেকে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে দুদকের চিঠিতে।
বলা হয়েছে, তার সেফ ডিপোজিট খুলে ৫৫ হাজার ইউরো, এক লাখ ৬৯ হাজার তিন শ’ মার্কিন ডলার, এক কেজির বেশি স্বর্ণ এবং ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া যায়।
‘তল্লাশিকালে রেজিস্ট্রার পরীক্ষা করে দেখা যায়, সেখানে বাংলাদেশ ব্যাংকের অন্য কিছু কর্মকর্তাও সিলগালা করে সেইফ ডিপোজিট রেখেছেন। এসব সিলগালা কৌটাতেও অপ্রদর্শিত সম্পদ থাকার অবকাশ রয়েছে,’ বলা হয় চিঠিতে।
কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে অনুসন্ধান চলছে।
এ অবস্থায় কর্মকর্তাদের সেইফ ডিপোজিট স্থগিত করে কেউ যাতে লকার খুলে রক্ষিত মালামাল নিতে না পারে, তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সূত্র : বিবিসি