০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

দুদকের মামলায় গ্রেফতার সাবেক সচিব মুহিবুল ও গাড়িচালক আবেদ আলী

- ছবি - ইন্টারনেট

দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো: মুহিবুল হক এবং প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনকে।

আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে ২৮ জানুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালতে এ আবেদন করে দুদক। মুহিবুল হককে তিনটি ও আবেদ আলী জীবনকে একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে এ বিষয়ে আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

মুহিবুলকে গ্রেফতার দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। আবেদ আলীকে গ্রেফতার দেখানোর আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন।

আবেদনে বলা হয়, আসামি মুহিবুল হক পল্টন, নিউমার্কেট ও ধানমন্ডি থানার তিন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক আছেন। তাকে দুদকের মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। অন্যদিকে আবেদ আলী জীবন পল্টন থানার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক আছেন। তাকে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার করা প্রয়োজন।

গত ২০ নভেম্বর রাতে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুলকে এবং গত ৮ জুলাই রাজধানী থেকে আবেদ আলীক গ্রেফতার করে পুলিশ।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ : ৩ দিনে ক্ষতি দেড় কোটি টাকা আ’লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার : প্রেস সচিব ভালুকায় তোফাজ্জল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত ৮ চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করতে হবে : লায়ন ফারুক মৌলভীবাজারে যুবলীগ নেতা আটক যুক্তরাষ্ট্রের শুল্কের সাথে ব্যথানাশক ফেন্টানিলের কী সম্পর্ক কুয়েটের সনদ বাতিলসহ ১৩ শিক্ষার্থীর বিভিন্ন ধরনের সাজা মাধবদীতে মরিয়ম ও আদর্শ টেক্সটাইল মিলে আগুন জনগণই তিতুমীর শিক্ষার্থীদের রেললাইন থেকে উঠিয়ে দেবে : স্বরাষ্ট্র উপদেষ্টা খুব শিগগির ইইউর ওপর শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

সকল