১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন - ছবি : বাসস

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত। একইসাথে পৃথক তিন আদেশে আট মামলায় তাকে শ্যোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামের তিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের তিনটি আবেদনের প্রেক্ষাপটে এ আদেশ দেয়া হয়।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।

চট্টগ্রাম আদালতের জেলা পুলিশের পরিদর্শক হাবীবুর রহমান বলেন, ‘আজ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আটটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরমধ্যে মীরসরাই ও জোরারগঞ্জ থানায় দায়ের করা পাঁচটি মামলার শুনানি হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালতে।’

দু’টি মামলার শুনানি হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিনের আদালতে এবং অপর একটি মামলার শুনানি হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে।

চট্টগ্রাম জেলা আদালতের পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ‘মোশাররফ হোসেনের পক্ষে জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবীরা। আদালতে তা নামঞ্জুর করা হয়েছে। তার পক্ষে ডিভিশনের আবেদন করা হয়েছে। শুনানি শেষে আদালত এ বিষয়ে কারাবিধি অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।’

জানা গেছে, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর সকালে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে ঢাকায় একটি এবং চট্টগ্রামে আটটিসহ মোট নয়টি মামলা রয়েছে।

২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং মকবুল নামের দলের এক কর্মীকে হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এজাহারভুক্ত আসামি। মাহফুজার রহমান নামের এক ব্যক্তি গত ৩০ সেপ্টেম্বর ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলাটি করেন।

এছাড়া ২০২২ সালের ১২ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেন চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে গাড়ি বহরে হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান আসামি করে গত বছরের ২৪ অক্টোবর মিরসরাই থানায় মামলা হয়। ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন চৌধুরী মামলাটি করেন।

বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক মো: ইউছুফ মিয়ার ওপর হামলার ঘটনা ঘটে। গত বছরের ২৪ নভেম্বর জোরারগঞ্জ থানায় হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফকে হুকুমের আসামি করে মামলা করেন যুবলীগ নেতা ইউছুফ মিয়া।

২০২২ সালের ১১ মার্চ বারইয়ারহাট পৌর এলাকায় খান সিটি সেন্টারের সামনে অস্ত্র ও হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফকে প্রধান আসামি করে জোরারগঞ্জ থানায় গত বছরের ২৪ অক্টোবর মামলা করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ভাঙচুর ও হামলার অভিযোগে চট্টগ্রাম নগরী ও মিরসরাই ও জোরারগঞ্জ থানায় আরো অর্ধডজন মামলা রয়েছে।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর মোশাররফ হোসেনকে ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা ফের ইউরোপের মাঠে ফিরতে যাচ্ছে মেসি! জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার আওয়ামী লীগের সাথে আপসের কোনো সুযোগ নেই : প্রেস সচিব গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল আমদানি খরচ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা খসড়া তালিকায় আল আমিন-জীবনরা এনআইডি সেবা হাতে রাখতে প্রধান উপদেষ্টা ও তিন মন্ত্রণালয়কে ইসির চিঠি বিশ্বকাপ খো খো : কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নি-প্রতিরোধ মহড়া ১৯ জানুয়ারি পাটগ্রামে সীমান্তে কাঁটাতারের বেড়ায় মদের বোতল দিল বিএসএফ

সকল