২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার কারাগারে

বলরাম পোদ্দার - ছবি : বাসস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মো: শাকিব নামে একজনকে হত্যাচেষ্টার অভিযোগে জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এবং ঢাকা বারের আইনজীবী বলরাম পোদ্দারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত বুধবার দিবাগত রাতে কাকরাইলের বাসা থেকে বররাম পোদ্দারকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাদি জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের উল্টো পাশে হিসাব ভবনের পিছনে রাস্তায় মিছিল করছিলেন।

এসময় আসামিরা বেআইনি জনতাবদ্ধে দা, লাঠি, দেশী ও বিদেশী অস্ত্রসহ আন্দোলনকে নস্যাৎ করার জন্য শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপরে লাঠিপেটা ও হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এসময় বাদি আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন বাদির দলীয় নেতাকর্মীরা ও ছাত্রজনতা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়।

এ ঘটনায় ১১ ডিসেম্বর বাদি মো: শাকিব রমনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৬ জনকে আসামি করা হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ইআরএফের সহ-সভাপতি হলেন নয়া দিগন্তের আশরাফুল ইসলাম সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া কাল হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই প্রতিশ্রুতি রক্ষা করেননি কুষ্টিয়ার মিল মালিক ও ব্যবসায়ীরা আগাম তরমুজ চাষে ব্যস্ত রাঙ্গাবালীর চাষিরা নিপাহ ভাইরাস আতঙ্কে ফুলবাড়ীতে বিক্রি কমেছে খেজুরের রস : নয়া দিগন্ত সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপের প্রত্যাশা নজরুল ইসলামের তিতাস উপজেলায় ৪ হাজার একর জমি অনাবাদি থাকার আশঙ্কা হাতিয়ায় মেঘনার ভাঙন রোধের মানববন্ধন ছাতকে সরকারি নলকূপ আ’লীগ নেতাদের ঘরে

সকল