০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

শিক্ষার্থী হত্যা : সাবেক এমপি নদভী রিমান্ডে

উত্তরার একটি বাসা থেকে নেজামুদ্দিন নদভীকে গ্রেফতার করা হয় - ছবি - ইন্টারনেট

রাজধানীর লালবাগের আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় চট্টগ্রাম ১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।

এর আগে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি জোনাল টিম ডিবির সাজ্জাদ হোসেন। এরপর বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে নেজামুদ্দিন নদভীকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।


আরো সংবাদ



premium cement