২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

খালাস পেলেন সোহেল-টুকুসহ বিএনপির ২২ নেতাকর্মী

- প্রতীকী ছবি

পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২২ জনকে খালাস দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-১ আদালতের বিচারক আবুল কাশেম তাদের মামলায় দায় হতে খালাস দেন জানান সোহেলের আইনজীবী জাকির হোসেন জুয়েল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় হয়ে ফেনী যাওয়ার কথা ছিল। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেলে আসামিরা সেখানে উপস্থিত পুলিশের কাজে বাধা দেন ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ ঘটনায় পল্টন মডেল থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা করেন।

২০১৯ সালের ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় বিভিন্ন সময় পাঁচজন আদালতে সাক্ষ্য দেন।

গত বছরের ২০ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২২ জনের দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন।

এ রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিপক্ষ। আজ আপিল শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এ মামলার দণ্ডপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা ছিলেন বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি রাজিব আহসান, ছাত্রদলের সাবেক সেক্রেটারি আকরামুল হাসান মিন্টু, হাবিবুর রশিদ হাবিব ও যুবদল দক্ষিণের সভাপতি এনামুল হক এনাম।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement