৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান শুরু

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী - ছবি - ইন্টারনেট

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

আজ বৃহস্পতিবার সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্য ও অভিযোগের ভিত্তিতে এই অনুসন্ধান শুরু করেছেন তারা।

সাইফুজ্জামান চৌধুরী এবং তার ‘স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, লন্ডন, সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরে অর্থ পাচারের’ অভিযোগ খতিয়ে দেখতেই এ অনুসন্ধান বলে জানিয়েছে সিআইডি।

চলতি বছরের শুরুতে দেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে ভূমিমন্ত্রী এবং তার স্ত্রী মিলে বিদেশী কমপক্ষে ছয়টি কোম্পানি পরিচালনা করছেন, যেগুলোর মূল্য ১৬.৬৪ কোটি পাউন্ড বা দুই হাজার ৩১২ কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে গিয়ে সাইফুজ্জামান চৌধুরীর নামে কমপক্ষে ছয়টি কোম্পানি পাওয়া যায়, যার সবগুলোই আবাসন ব্যবসার সাথে যুক্ত।

অবশ্য এক সংবাদ সম্মেলনে দাবি করেন যে তিনি বেআইনি পন্থায় বিদেশে টাকা নেননি।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement