৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন পিনাকী

পিনাকী ভট্টাচার্য - সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দিয়েছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো: রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ৯ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম মামলাটির অভিযোগপত্র গ্রহণ না করে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর এ মামলাটির অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে বিচারক অভিযোগপত্র পর্যালোচনা শেষে অপরাধ আমলে না নিয়ে পিনাকীসহ দুজনকে অব্যাহতি দেন।

২০২২ সালের ১৫ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের উপ-পরিদর্শক এম আব্দুল্লাহিল মারুফ রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে পিনাকী ভট্টাচার্যসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় এ মামলা করেন। এ মামলায় পিনাকী ছাড়াও মফিজুর রহমান ও মুশফিকুল ফজল আনসারীকে আসামি করা হয়।

তদন্ত শেষে গত ৭ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও সিটিটিসি উপ-পরিদর্শক মোহাম্মদ রাহাত হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে পিনাকীসহ দুজনকে অভিযুক্ত করা হয়।

অপর আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপপ্রেস সচিব মুশফিকুল ফজল আনসারীকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া একটি পোস্ট ২০২২ সালের ১৪ অক্টোবর নজরে আসে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের। ওই পোস্টে পুলিশ সদস্যদের সম্পর্কে বিকৃত তথ্য প্রচারের অভিযোগ আনা হয়। ওই ফেসবুক পোস্টের সূত্র ধরে ওই বছরের ১৫ অক্টোবর পল্লবীর বাসা থেকে মফিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ মফিজুরের দুটি মোবাইল ফোন জব্দ করে।

সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পরিদর্শক কে এম আব্দুল্লাহিল মারুফ মামলায় অভিযোগ করেন, আসামি মফিজুর রহমান তার ভুয়া ফেসবুক আইডির মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করেন। এই তালিকায় আছেন পিনাকী ভট্টাচার্য ও মুশফিকুল ফজল আনসারী। মিরপুরে পুলিশ বাহিনীর একটি অভিযানের ঘটনাকে বিকৃতভাবে প্রচার করা হয়। সেই তথ্য ও ছবি পিনাকী ভট্টাচার্যের ফেসবুক মেসেঞ্জারে পাঠানো হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন পাইকগাছায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং অভিযানে জরিমানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু সোমবার পুলিশে চাকরি দিতে ১০ লাখ টাকার চুক্তি, গ্রেফতার ৪ স্পিকারের দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা চুরি যাওয়া অর্থ ফেরতের ব্যাপারে যে অভিমত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বগুড়ায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড রাজনৈতিক ও আমলাতন্ত্র মুক্ত দুর্নীতি দমন কমিশন গঠনের আহ্বান টিআইবির কালিয়াকৈরে পুকুর থেকে নারী ও শিশুর লাশ উদ্ধার গণহত্যাকারী আ’লীগ-হাসিনার কোনো ক্ষমা নেই : মির্জা ফখরুল টানা তৃতীয় দিনের মতো ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতা

সকল