সাবেক এমপি মুহিবুর রহমান মানিক গ্রেফতার
- তৌহিদ চৌধুরীর প্রদীপ, সুনামগঞ্জ
- ০৮ অক্টোবর ২০২৪, ২১:৫৬, আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ২২:৫০
সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করে র্যাবের একটি দল।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সুনামগঞ্জের একটি মামলায় তাকে আসামি করা হয়।
সাবেক এই এমপি গত ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি। মামলা নং -(০৫/২৫৮)।
গ্রেফতারকৃত মহিবুর রহমান মানিককে ঢাকার ডিবি কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন মোবাপফোন জানান, সাবেক এমপি
মুহিবুর রহমান মানিককে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। আমরা দ্রুতই তাকে সুনামগঞ্জ নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা