২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গ্রেফতারের ২ দিন পরই মুক্তি পেলেন সাবের হোসেন চৌধুরী

কারামুক্ত হলেন সাবের হোসেন চৌধুরী - ছবি : বিবিসি

গ্রেফতারের দু’দিন পরই মুক্ত পেয়েছেন সাবেক আওয়ামী লীগ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আলাদা দুই আদালত পল্টন থানার দুই মামলা এবং খিলগাঁও থানার চার মামলায় তার জামিন মঞ্জুর করেন। এরপর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আদালতের হাজতখানা থেকে মুক্তি পান তিনি।

এর আগে, সোমবার (৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যার মামলায় সাবের হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ জানায়, তিনি অসুস্থ। এরপর তার আইনজীবীরা খিলগাঁও থানায় করা চারটি এবং পল্টন থানায় করা দু’টি হত্যা মামলায় জামিন আবেদন করেন।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সর্বশেষ সংসদে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন তিনি।


আরো সংবাদ



premium cement