০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

রানা প্লাজার মালিক সোহেলের জামিন স্থগিত

রানা প্লাজার মালিক সোহেলের জামিন স্থগিত - ছবি : ইউএনবি

রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় সোহেল রানাকে হাইকোর্টের দেয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একইসাথে আবেদনটি আগামী ২১ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২ অক্টোবর) চেম্বার বিচারপতি মো: রেজাউল হক এই স্থগিতাদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, সাথে ছিলেন আইনজীবী মো: সাজ্জাদ আলী চৌধুরী।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক বলেন, হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার বিচারপতির আদালত। ফলে সোহেল রানা আপাতত কারামুক্তি পাচ্ছেন না।

পুলিশের করা এই মামলায় গত মাসে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন সোহেল রানা। তার আবেদনের ওপর মঙ্গলবার শুনানি হয়।

তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন বিচারপতি মো: আতাউর রহমান খান ও কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এই আবেদনের ওপর বুধবার চেম্বার বিচারপতির আদালতে শুনানি হয়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement