২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

আরো মামলায় গ্রেফতার সালমান-আনিসুল-শাজাহান ও সাদেক

- ছবি - ইন্টারনেট

রাজধানীর দুই থানায় করা পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি শাহজান খান ও সাদেক খানকে গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের আইনজীবী জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সকালে আনিসুল হক, সালমান এফ রহমান, শাজাহান খান ও সাদেক খানকে আদালতে আনা হয়।

শেরে বাংলা নগর ও তেজগাঁও থানায় করা হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, শাজাহান খান ও সাদেক খানকে গ্রেফতার দেখানো হয়।

এর মধ্যে সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানীর শেরে বাংলা নগর থানা ও তেজগাঁও থানার আলাদা দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অপরদিকে শাজাহান খান ও সাদেক খানকে তেজগাঁও থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরপর আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আরো সংবাদ



premium cement