২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

চকোলেট নেয়ায় চাকরি গেল!

-

পরিবারের পরেই বিদ্যালয়, যেখানে শিশুরা সবচেয়ে বেশি সময় কাটায়। যে কারণে শিক্ষার্থীদের সাথে শিক্ষক-শিক্ষিকাদের এক ধরনের শখ্য তৈরি হয়। তবে সেই ভালোবাসার বন্ধন যদি প্রতিষ্ঠানের নিয়ম লঙ্ঘন করে হয়, তবেই বিপত্তি ঘটে।
সম্প্রতি চীনের একটি কিন্ডারগার্টেনে উপহার হিসেবে এক ছাত্রের দেয়া চকোলেট বক্স গ্রহণ করায় অধ্যক্ষের চাকরি চলে গেছে। যদিও ওই বক্সের মূল্য ৬০ টাকার মতো। দেশটিতে শিক্ষার্থীদের থেকে কোনো ধরনের অর্থ বা উপহার গ্রহণ করা সম্পূর্ণ বেআইনি।
শিক্ষক দিবসে এক শিশুর কাছ থেকে ওই উপহার গ্রহণ করেছিলেন প্রধান শিক্ষিকা। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে। এতে দেখা যায়, অধ্যক্ষ সেটি নেয়ার পর জড়িয়ে ধরেছিলেন ছাত্রকে। পরে তিনি কিন্ডারগার্টেনে অন্য শিশুদের মধ্যে সেই চকোলেট বিলিয়ে দেন।
অবশ্য চংকিংয়ের সানক্সিয়া কিন্ডারগার্টেনের বরখাস্তকৃত অধ্যক্ষ ওয়াং চাকরি ফিরে পেতে জিউলংপো জেলা গণ আদালতে আবেদন করেন। তাতে বিচারক ওয়াংয়ের পক্ষে রায় দেন। এরপর আপিল করে বিদ্যালয় কর্তৃপক্ষ। মূল রায় বহাল রাখেন আপিল আদালত। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement