১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
প্রাণিসম্পদ উপদেষ্টার সাথে হাইকমিশনারের সাক্ষাৎ

গরু-মহিষের উন্নতজাত দিতে চায় পাকিস্তান

-

বাংলাদেশকে অধিক পরিমাণে গোশত উৎপাদনকারী গরু ও মহিষের বীজ ও জাত দিতে চায় পাকিস্তান। অন্যদিকে, বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা থাকায় আমদানি করার আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। গতকাল বুধবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সাথে তার অফিসে কক্ষে সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার এ আগ্রহের কথা জানান।
হাইকমিশনার বলেন, বাংলাদেশ পাকিস্তান থেকে অধিক পরিমাণে গোশত উৎপাদনকারী গরু ও মহিষের বীজ ও জাত সংগ্রহ করতে পারে।
উপদেষ্টা ফরিদা আখতার হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, চলমান সংস্কারের অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিভিন্ন খাতে নানারূপ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিতকরণ করার বিষয়ে দুই দেশ একমত হন।

পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশ থেকে মৎস্য সেক্টরে গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমে বিশেষ সহযোগিতা পাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। দুই দেশ নিরাপদ মাছ, গোশত ও কৃষিজাত পণ্য উৎপাদনের বিষয়ে পরস্পরকে সহযোগিতা করার বিষয়ে একমত হয়। পাট ও পাটজাত পণ্য পাকিস্তানে ব্যাপক চাহিদা থাকায় এটি পাকিস্তানে আমদানি করার বিষয়ে পাকিস্তানের হাইকমিশনার আগ্রহ ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব মো: আব্দুল কাইয়ুম, অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল এবং পাকিস্তানের দূতাবাসের কাউন্সিলর কামরান ডাঙ্গাল, কমার্শিয়াল অ্যাটাস্ট জিয়ান আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement