১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বিদ্রোহীদের দখলে মিয়ানমার জান্তার আঞ্চলিক সামরিক সদর দফতর

-

চীন সীমান্তের কাছে মিয়ানমার জান্তার প্রধান একটি আঞ্চলিক সামরিক সদরদফতর দখলে নেয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ)। এ দাবি সত্য হলে মিয়ানমারে বিদ্রোহী তৎপরতা সামাল দিতে হিমশিম ক্ষমতাসীন জান্তা সরকারের জন্য এটিই হতে পারে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ধাক্কা। রয়টার্সএ
এমএনডিএএ বলেছে, তারা উত্তরাঞ্চলীয় শান রাজ্যের ল্যাশিও নগরী দখল করেছে। ২৩ দিন ধরে সরকারি বাহিনীর সেনাদের সাথে লড়াইয়ের পর চীন সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরের রাজ্যটিতে তারা এই সাফল্য পেল। এমএনডিএএ’র এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের আর্মি চূড়ান্ত জয় পেয়েছে। এখন অবশিষ্ট শত্রু সেনাদের সরানো হচ্ছে। নগরীটি এখন সম্পূর্ণ মুক্ত ঘোষণা করা হলো।’
বিদ্রোহী গোষ্ঠীটির মুখপাত্র এই বিবৃতি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে জনগণকে শান্ত থাকা এবং নগরীতে তাদের প্রশাসনকে মেনে চলার আহ্বান জানিয়েছে। রয়টার্স এমএনডিএএ’র এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এ বিষয়ে জানার চেষ্টা করে মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্রের কাছ থেকেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে অনলাইন পত্রিকা ‘মিয়ানমার নাউ’ এমএনডিএএ’র পাশাপাশি লড়াইরত আরেকটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর কমান্ডারের উদ্ধৃতি দিয়ে ল্যাশিও নগরীর আঞ্চলিক সামরিক কমান্ড এর সদরদফতর বিদ্রোহীদের দখলে চলে যাওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছে।
মিয়ানমারে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়ে আসা কয়েকটি জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে আছে ‘মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি’ (এমএনডিএএ)। এটি জান্তাবিরোধী ত্রিপক্ষীয় জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’-এর সদস্য। সম্প্রতি চীনের নেয়া যুদ্ধবিরতির একটি উদ্যোগ বিফলে যাওয়ার পর এমএনডিএএ নতুন করে লড়াই শুরু করে। চীন তাদের সীমান্তের কাছে লড়াই এবং ব্যবসা-বাণিজ্যে এর প্রভাব পড়া নিয়ে উদ্বিগ্ন।


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল