১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত হয়নি : রেলওয়ে ডিজি

-

ঢাকা-নারায়ণগঞ্জ রুটসহ আশপাশের স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত চালাতে পারেনি রেলপথ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার থেকে এ ট্রেন চালানোর কথা ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, শুধু গতকাল নয়, কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হতে পারে সে বিষয়েও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি মন্ত্রণালয়।
কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর ছাত্ররা রেলপথ অবরোধ করেন। পথে পথে বাধার মধ্যেই গত ১৯ জুলাই থেকে পুরোদমে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই অবস্থায় বুধবার রেলপথ মন্ত্রণালয়ের সচিবের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরে জানানো হয়, বৃহস্পতিবার থেকে আবারো স্বল্প দূরত্বে ট্রেন চলবে। বৃহস্পতিবার রাতেই জাপান সফর শেষে রেলপথমন্ত্রী এবং বাংলাদেশ রেলওয়ের ডিজি দেশে ফেরেন।
গতকাল বুধবার রাত পৌনে ৮টায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, ট্রেন কবে থেকে চলাচল করবে এটা এখনো ঠিক হয়নি। রেলপথ মন্ত্রণালয়ের সচিব সাংবাদিকদের বুধবার বলেছিলেন, নিয়ম মেনে স্বপ্ল দূরত্বের ট্রেন চলাচল শুরু হবে বৃহস্পতিবার থেকে। এমন তথ্যর জবাবে তিনি বলেন, তাহলে এ ব্যাপারে তার সাথে কথা বলতে পারেন। আমার এ ব্যাপারে কোনো বক্তব্য নেই।
কি কারণে ট্রেন চলাচল শুরু করা যাচ্ছে না এমন প্রশ্নের সরদার সাহাদাত আলী নয়া দিগন্তকে বলেন, ‘এই কয়েক দিন যে কারণে ট্রেন চলেনি, সেই একই কারণে ট্রেন চলাচল করছে না। নিরাপত্তার কারণে কি-না জানতে চাইলে তিনি বলেন, আসলে সার্বিক বিষয় বিবেচনা করেই মন্ত্রী সচিবসহ সবার সাথে আলোচনা করেই আমরা ট্রেন চালানোর বিষয়ে একটা সিদ্ধান্ত নেব।
তিনি বলেন, কারণ ট্রেন তো আমরা একা চালাই না। এর সাথে আরো অনেকের লিয়াজোঁ করে চালাতে হয়। জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সাথেই আলোচনার পর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিতে হয়। আমাদের সাথে সবার আলোচনা চলছে।


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল