১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২ ফাল্গুন ১৪৩১, ১৫ শাবান ১৪৪৬
`

কোটাসংস্কার আন্দোলনের সমন্বয়ক আসিফের বাবা মর্গে ছেলের লাশ খুঁজে বেড়াচ্ছেন

-

কোটাসংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী নিখোঁজ আসিফ মাহমুদ সজিবের সন্ধান চেয়েছেন তার বাবা বিল্লাল হোসেন। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এসে তিনি নিখোঁজ ছেলের সন্ধান চান।
ছেলের সন্ধানে আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ও মা রোকসানা বেগম গতকাল কুমিল্লার মুরাদ নগর উপজেলার আকুবপুর গ্রাম থেকে ঢাকায় ছুটে আসেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ছেলের সন্ধান করেন। কিন্তু কোথাও ছেলের খোঁজ মেলেনি।
বিল্লাল হোসেন বলেন, আমার একমাত্র ছেলে আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। গত ১৮ জুলাই রাতে সর্বশেষ আমার ছেলের সাথে কথা হয়। এরপর থেকে আর কোনো সন্ধান পাচ্ছি না।
তিনি বলেন, দুই দিন আগে ছেলেকে গুম করা হয়েছে বলে মোবাইল ফোনে আমাকে কেউ একজন জানান। এরপর স্থানীয় থানায় ছুটে যাই। সেখানের পুলিশ ঢাকায় আসার পরামর্শ দেয়। ঢাকা এসে হাসপাতালের মর্গে খোঁজ করি। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।
বিল্লাল হোসেন বলে ঢাকা এসে শুনেছি ছেলে কোটাসংস্কার আন্দোলন করেছে। আমার ছেলে কোনো দোষ করেনি। তাকে কেন গুম করা হলো। আসিফ আমাদের একমাত্র ছেলে। ওকে ছাড়া আমরা কী করে বাঁচবো আমরা সরকারের কাছে ছেলের সন্ধান চাই।
আসিফ মাহমুদের বন্ধু মোয়াজ্জেম হোসেন জানান, আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞানে মাস্টার্সে পড়ে। ৭১ হলে এ্যাটাস আছেন। যাত্রাবাড়ী এলাকায় বাসা ভাড়া করে থাকেন। আসিফ মাহমুদ কোটাসংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। ১৮ তারিখ রাতে বাবা-মায়ের সাথে আসিফের কথা হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।


আরো সংবাদ



premium cement
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু আওয়ামী লীগের বিচারে কেউ হস্তক্ষেপ করলে আবার প্রতিবাদে নামব : সারজিস কারওয়ান বাজারে ইটিভি ভবনে আগুন সেলফি তুলতে গিয়ে নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার মির্জাগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত সংবিধান সংস্কারে পরিত্যক্ত ‘সমাজতন্ত্র’ পরিত্যাগ নারায়ণগঞ্জে জৈনপুরী পীরের দরবারে হাসনাত আব্দুল্লাহ নির্বাচনের আগে বিএনপির সংস্কার প্রয়োজন সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিভাবে আস্থা হারিয়েছিল বিশ্ব ‘জুলাই বিপ্লবে জীবন দিয়ে সাংবাদিক তুরাব দেশকে নতুনভাবে স্বাধীন করেছেন’

সকল