২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কোটাসংস্কার আন্দোলনের সমন্বয়ক আসিফের বাবা মর্গে ছেলের লাশ খুঁজে বেড়াচ্ছেন

-

কোটাসংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী নিখোঁজ আসিফ মাহমুদ সজিবের সন্ধান চেয়েছেন তার বাবা বিল্লাল হোসেন। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এসে তিনি নিখোঁজ ছেলের সন্ধান চান।
ছেলের সন্ধানে আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ও মা রোকসানা বেগম গতকাল কুমিল্লার মুরাদ নগর উপজেলার আকুবপুর গ্রাম থেকে ঢাকায় ছুটে আসেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ছেলের সন্ধান করেন। কিন্তু কোথাও ছেলের খোঁজ মেলেনি।
বিল্লাল হোসেন বলেন, আমার একমাত্র ছেলে আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। গত ১৮ জুলাই রাতে সর্বশেষ আমার ছেলের সাথে কথা হয়। এরপর থেকে আর কোনো সন্ধান পাচ্ছি না।
তিনি বলেন, দুই দিন আগে ছেলেকে গুম করা হয়েছে বলে মোবাইল ফোনে আমাকে কেউ একজন জানান। এরপর স্থানীয় থানায় ছুটে যাই। সেখানের পুলিশ ঢাকায় আসার পরামর্শ দেয়। ঢাকা এসে হাসপাতালের মর্গে খোঁজ করি। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।
বিল্লাল হোসেন বলে ঢাকা এসে শুনেছি ছেলে কোটাসংস্কার আন্দোলন করেছে। আমার ছেলে কোনো দোষ করেনি। তাকে কেন গুম করা হলো। আসিফ আমাদের একমাত্র ছেলে। ওকে ছাড়া আমরা কী করে বাঁচবো আমরা সরকারের কাছে ছেলের সন্ধান চাই।
আসিফ মাহমুদের বন্ধু মোয়াজ্জেম হোসেন জানান, আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞানে মাস্টার্সে পড়ে। ৭১ হলে এ্যাটাস আছেন। যাত্রাবাড়ী এলাকায় বাসা ভাড়া করে থাকেন। আসিফ মাহমুদ কোটাসংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। ১৮ তারিখ রাতে বাবা-মায়ের সাথে আসিফের কথা হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার প্রেস উইং কত টাকা বেতন পান সুনীতা উইলিয়ামস? জার্মানির ক্রিসমাস বাজারে গাড়ির তাণ্ডবে নিহত ২, আহত ৬৮ গাজায় কী করবেন ট্রাম্প? সিরিয়ার নতুন নেতার গ্রেফতারে কোটি ডলার পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ইউনূসসহ ২০ জন উপদেষ্টার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের খবর ভুয়া এটিজেএফবি’র সভাপতি তানজিম, সাধারণ সম্পাদক বাতেন নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে চায় বিএনপি আল আজহার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান প্রফেসর ইউনূসের উপদেষ্টা হাসান আরিফ আর নেই হাসিনাকে উৎখাত করে ইকোনমিস্টের বর্ষসেরা বাংলাদেশ

সকল