১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
হেলথ টিপস

বর্ষায় পেয়ারা খাবেন যে কারণে

-

গ্রীষ্মের রসালো ফলের সমাহার তো শেষ হয়ে এলো। এ দিকে বর্ষাকাল শুরু হয়ে গেছে। এ সময়ের ফল মানেই তো পেয়ারা। সবুজ রঙের এই ফল বেশ সুস্বাদু আর সেই সাথে পুষ্টিকরও। ভিটামিন-সি-এর অন্যতম উৎস এই পেয়ারা। শুধু তা-ই নয়, এতে থাকা অন্যান্য ভিটামিন ও মিনারেল আমাদের শরীরের নানাভাবে উপকার করে। বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার দিকে মনোযোগী হওয়া প্রয়োজন। আর এ কাজে আপনাকে সাহায্য করতে পারবে পেয়ারা। চলুন জেনে নেয়া যাক পেয়ার খাওয়ার আরো কিছু উপকারিতা সম্পর্কে-
হজমে সাহায্য করে
সুস্থ থাকার জন্য ভালো হজমের বিকল্প নেই। আর এ কাজে আপনাকে সাহায্য করতে পারে উপকারী ফল পেয়ারা। কারণ এতে থাকে পর্যাপ্ত ফাইবার; যে কারণে পেয়ারা খেলে হজম ভালো হয়। এখানেই শেষ নয়, পেয়ারায় ক্যালরি থাকে কম। যে কারণে এটি খেলে ওজন বৃদ্ধির ভয় থাকে না। তাই যারা ওজন কমাতে চান তাদের জন্যও একটি সহায়ক ফল হতে পারে পেয়ারা।
ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী
ডায়াবেটিসে আক্রান্ত হলে তাদের খাবারের ক্ষেত্রে নানা বিধিনিষেধ চলে আসে। অনেক ধরনের ফল খেতেও তাদের নিষেধ করা হয়। তবে পেয়ারা সেই দলে নেই। এটি ডায়াবেটিসে আক্রান্তদের জন্যও বেশ উপকারী। ফাইবারসমৃদ্ধ এই ফলের গ্লাইসেমিক সূচক খুব কম। যে কারণে এটি খেলে তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। ফলে নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিসও।
মস্তিষ্কের জন্য কার্যকরী
আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে কাজ করে পেয়ারা। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন ভিটামিনসমৃদ্ধ পেয়ারা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। এই ফলে ভিটামিন-সি ছাড়াও থাকে ভিটামিন-বি৩ এবং ভিটামিন-বি৬। এগুলো আমাদের মস্তিষ্কের রক্তসঞ্চালনে সাহায্য করে থাকে; যে কারণে নিয়মিত পেয়ারা খেলে তা স্ট্রেস নিয়ন্ত্রণেও দারুণভাবে কাজ করে।
বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপনাকে সাহায্য করবে পেয়ারা। কারণ এতে থাকা ভিটামিন-সি এই কাজে বিশেষ কার্যকরী। পেয়ারায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ত্বককে বলিরেখা থেকে মুক্ত থাকতে সাহায্য করে। সেই সাথে কোষ্ঠকাঠিন্যের সমস্যায়ও পেয়ারা বেশ উপকারী। পেয়ারায় থাকা ভিটামিন এ আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement
নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা নাজিরপুরে আ’লীগের ৫ নেতা গ্রেফতার নাশকতা মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার ২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ‘লীগ নেতা গ্রেফতার সোমবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বঞ্চিত ৭৬৪ কর্মকর্তা পদমর্যাদা ও আর্থিক সুবিধা পাবেন

সকল