ভালুক হত্যায় আইন সংস্কার
- নয়া দিগন্ত ডেস্ক
- ১২ জুলাই ২০২৪, ০০:০৫
জাপানে আবাসিক এলাকায় মানুষের ওপর বন্য ভালুকের আক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে গেছে। এর প্রতিকার হিসেবে ভালুকের ওপর গুলি করার আইন সহজ করতে চাইছে জাপান সরকার। যদিও শিকারিরা বলেছেন, এটা হবে খুবই ঝুঁকিপূর্ণ।
এ বছর এপ্রিল মাস পর্যন্ত জাপানে রেকর্ড ২১৯ বার ভালুকের আক্রমণের ঘটনা ঘটেছে। এসব আক্রমণে ছয়জন মারাও গেছেন। সম্প্রতি আবাসিক এলাকাগুলোতে ভালুকের বিচরণ বেড়ে গেছে। জাপানে জনসংখ্যা দ্রুতগতিতে কমছে। শিশু জন্মের হার ভয়াবহ রকম কমে যাওয়ায় দেশটিতে এখন বয়স্ক মানুষের সংখ্যা অনেক বেশি। উল্টো ঘটনা ঘটছে ভালুকের বেলায়। দেশটিতে বন্য ভালুকের সংখ্যা অনেক বেড়ে গেছে।
সরকার এখন তাই ভালুক গুলি করার আইন সংস্কার করে তা সহজ করতে চাইছে। পার্লামেন্টের পরবর্তী অধিবেশনেই আইনটি সংস্কারের পরিকল্পনা করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে শিকারিরা চিন্তায় রয়েছেন।
হোকাইদো হান্টারস অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক সাতোশি সাইতো বলেন, ‘একটি ভালুকের মুখোমুখি হওয়া খুবই বিপজ্জনক। কেউ গুলি করে একটি ভালুককে হত্যা করতে পারবে এই নিশ্চয়তা কখনো দেয়া সম্ভব নয়।’
‘যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনি গুলি করে ভালুককে আটকাতে ব্যর্থ হন তবে সেটি পালিয়ে যাবে এবং হয়তো অন্য কাউকে আক্রমণ করবে। যদি গুলির শব্দে পালিয়ে যাওয়া ভালুক অন্য কাউকে আক্রমণ করে, তবে কে তার জন্য দায়ী হবে?’
জাপানের পিচচিও ওয়ার্ল্ডলাইফ রিসার্চ সেন্টারের জুনপেই তানাকা বলেন, বুনো পশুদের ধরা এবং হত্যা করা সমস্যার সমাধান নয়। বরং সরকারকে ভালুকের আবাসস্থলের সুরক্ষা করতে হবে, যাতে প্রাণীগুলো নিজেদের আবাস ছেড়ে লোকালয়ে না যায়। ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা