১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চুয়াডাঙ্গায় পাচারকারীর লুঙ্গির ভেতর থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

-


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি ওজনের আটটি স্বর্ণের বারসহ আকরাম হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির ঠাকুরপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটককৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। আটককৃত সোনা পাচারকারী আকরাম হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর বাগানপাড়ার মরহুম আব্দুস সত্তারের ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) আজ বিকেল ৩টায় জানা যায়, গতকাল বুধবার সকালে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ঠাকুরপুর বাগানপাড়ার মধ্য দিয়ে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য পায় বিজিবি। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঠাকুরপুর বিওপি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৯০ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর বাগানপাড়া বটগাছ তলার নিচে এ্যাম্বুশ করে।
দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেল যোগে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় মোটরসাইকেল চালক পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করে। বিজিবি সশস্ত্র টহল দল আটককৃত মোটরসাইকেল চালক আকরাম হোসেনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কোমরের সাথে লুঙ্গির ভিতর স্কচটেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটের ভিতর থেকে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করে করা হয়। যার বাজারমূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। পরবর্তীতে বিজিবি সশস্ত্র টহল দলের সদস্যরা মোটরসাইকেলসহ ৮টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। সুবেদার মোঃ সাইফুল ইসলাম আটক আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করেন।

বেনাপোল সীমান্তে ১৮পিস স্বর্ণবারসহ আটক
বেনাপোল, (যশোর) সংবাদদাতা জানান, খুলনা ব্যাটালিয়ান ২১ বিজিবি’র অধীনস্থ পুটখালী ক্যাম্পের সদস্যরা ১৮ পিস স্বর্ণের বার সহ লিমন হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে। গত মঙ্গলবার গভীর রাতে তাকে বারপোতা বাজার মোড়ে অভিযান চালিয়ে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ১০০ গ্রাম। যার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা।
২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদে জানতে পারি একটি স্বর্ণের চালান ভারতে পাচার করার জন্য বারপোতা বাজারে একটি মোড়ে লিমন হোসেন নামে এক পাচারকারী অপেক্ষা করছে ।এমন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করেন।এ সময় তার কাছ থাকা মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটক লিমন হোসেন (৩০) বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের শাহ আলমের ছেলে। বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪ ধবলধোলাই এড়াতে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নববর্ষের প্রকাশনা ইসলামী শ্রমনীতির প্রচারে ভূমিকা রাখবে : শামসুল ইসলাম ‘শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়’ বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে : পরিবেশ উপদেষ্টা ই-সিগারেটকে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত মহেশপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত সিরিয়ায় ইসরাইলি হামলা অব্যাহত শেখ হাসিনা চেয়েছিলেন একক কর্তৃত্ব কায়েম করতে : গোলাম পরওয়ার আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্ট রচি, সম্পাদক মশিউর

সকল