রাজবাড়ীতে সাপের দংশনে বৃদ্ধার মৃত্যু
- রাজবাড়ী প্রতিনিধি
- ২৭ জুন ২০২৪, ০০:৫২
রাজবাড়ীর কালুখালীতে সাপের দংশনে সুবিতা দাস (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজবাড়ী সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলা ও সঠিক সময়ে অ্যান্টিভেনম না দেয়ায় তার মৃত্যু হয়েছে। সুবিতা দাস উপজেলার মদাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধুবাড়িয়া গ্রামের ধীরেন্দ্রনাথ দাসের মেয়ে।
প্রতিবেশী ধীরেন্দ্রনাথ বলেন, সুবিতা দাস বিকেল সাড়ে ৫টায় তার বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গেলে সেখানে তার ডান হাতের কবজির ওপরে গোখরা সাপে কামড় দেয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসক ডা: শামীম আহসান তাকে দেখেন। এ সময় রোগীর স্বজনরা চিকিৎসককে দ্রুত অ্যান্টিভেনম দিতে বলেন। কিন্তু চিকিৎসক তাকে ভর্তি ছাড়া কোনো চিকিৎসা দেবেন না বলে জানান। পরে ভর্তি প্রক্রিয়া শেষ করে রোগীকে তিনতলায় নিয়ে যেতে বলা হয়। তিনতলায় নিয়ে যাওয়ার পর সবিতা বিশ্বাস মারা যান।
এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: শেখ মো: আব্দুল হান্নান বলেন, রোগীকে অ্যান্টিভেনম দেয়ার আগেই মারা গিয়েছে। ওই সময় হাসপাতালে বৈকালিক চিকিৎসাসেবা দিচ্ছিলেন ডা: শামীম আহসান। এ বিষয়ে তিনি ভালো বলতে পারবেন।
এ বিষয়ে ডা: শামীম আহসান বলেন, রোগীকে হাসপাতালে সিরিয়াস অবস্থায় নিয়ে আসা হয়েছিল। অ্যান্টিভেনম দেয়ার আগে কিছু প্রস্তুতি রয়েছে আমাদের। আমরা সেই সময়টুকু পাইনি। এর মাঝে স্বজনরা রোগীকে ফরিদপুর নিয়ে যেতে চেয়েছিল। আমরা কাগজপত্র তৈরি করেছিলাম। কিন্তু তার আগেই রোগী মারা গেছে।
রাসেল ভাইপারের মৃত্যু
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া দেবীপুরের কাসেমপুর চরে এবার কৃষকের ট্রাক্টরের পেছনের ফলায় আটকা পড়ে মারা পড়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার।
জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার খুব সকালে দৌলতদিয়া তমিজউদদীন মোল্লাপাড়ার কৃষক আহাম্মদ আলী ও পরশ উল্লাপাড়ার কৃষক আব্বাস শেখ নামে দুই ব্যক্তি দু’টি ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে মহিদাপুর চরের কাসেমপুর মাঠে যান। তারা টাকার বিনিময়ে চুক্তি ভিত্তিতে অন্যের জমি চাষ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে ফেলু শেখের জমি চাষ করার সময় তারা খেয়াল করেন জমিতে পোকামাকড় খাওয়া পাখিগুলো দলবদ্ধভাবে অস্বাভাবিক কিচির মিছির করছে। ট্রাক্টর থেকে নেমে কাছে গিয়ে দেখতে পান প্রায় ৫ ফুট লম্বা একটি রাসেলস ভাইপার সাপ মৃত অবস্থায় পড়ে আছে। এ সময় তারা বুঝতে পারেন ট্রাক্টরের পেছনে ফলার সাথে আটকা পড়ে সাপটি মারা পড়েছে।
এ নিয়ে এই উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের মজলিশপুর, চর করনেশন, দেবীপুর, কাসেমপুরসহ পদ্মা নদীর তীরবর্তী বিভিন্ন চরাঞ্চলে গত তিন মাসে প্রায় অর্ধশত বিষধর রাসেলস ভাইপার সাপ বাচ্চাসহ মারা পড়ল। এ ছাড়া এ অঞ্চলে ওই বিষধর সাপের দংশনে অন্তত তিন ব্যক্তি মারা গেছেন। এতে করে ওই চরগুলোতে সাপ আতঙ্কে কৃষি শ্রমিক মিলছে না। কৃষকরা মাঠে ও বাড়িতেও আতঙ্কে বাস করছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা