গ্যাস বাবুকে নিয়ে অভিযান চালাতে আদালতের নির্দেশ
- নিজস্ব প্রতিবেদক
- ২৫ জুন ২০২৪, ০০:০৫
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে দ্বিতীয় দফায় রিমান্ড চেয়ে করা আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ রিমান্ডের এই আদেশ দেন।
একই সাথে তাকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে ঝিনাইদহ কারাগারে স্থানান্তরের জন্য ঢাকার কেন্দ্রীয় কারাগারের জেল সুপারকে আদেশ দেন। সেখান থেকে একজন বিচারিক ম্যাজিস্ট্রেটসহ মোবাইল ফোন উদ্ধারে অভিযান পরিচালনার আদেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ৯ জুন গ্যাস বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড চলাকালে গত ১৪ জুন তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
কারাগারে থাকাকালে ফের তাকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান। রিমান্ড শুনানির জন্য তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষে আইনজীবী এ এস এম আবুল কাশেম খান রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার রিমান্ড নামঞ্জুর করে এই আদেশ দেন।
গত ৬ জুন রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করে ঢাকা থেকে আসা ডিবির একটি দল। এরপর এই মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়।
এ মামলায় আগে গ্রেফতার তিনজন আদালতে স্বীকারোক্তি দেন। এর মধ্যে গত ৩ জুন আসামি শিলাস্তি রহমান, ৪ জুন তানভীর ভূঁইয়া এবং ৫ জুন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
গত ২২ মে রাজধানীর শেরেবাংলানগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলাটি দায়ের করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা