১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাওরে রঙিন হাঁস

-

লাভজনক হওয়ায় হাওর পাড়ে এখন অনেকেই হাঁস পালন করছেন। সকালে ছেড়ে দেয়া হয় হাঁসের ঝাঁক। বর্ষায় ভাসা পানিতে খাবার খেয়ে বেড়ায় দিনভর। এ সময় এক হাঁসের ঝাঁক অন্য হাঁসের ঝাঁকের সাথে যেন মিশে না যায় তাই মালিক পালকে আলাদা রঙ দিয়ে রাখে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। রঙ মাখানো হাঁসের ঝাঁক খোঁয়াড়ে ফেরার জন্য গ্রামের পাশে এসে ভিড়ে। দূর থেকে মনে হয় যেন রঙিন কোনো পাখির ঝাঁক। ছবিটি রোববার নিকলী উপজেলার নগর ব্রিজ এলাকা থেকে তুলেছেন কিশোরগঞ্জ প্রতিনিধি মো: আল আমিন


আরো সংবাদ



premium cement