কাপ্তাইয়ে বনপ্রহরী ও বগুড়ায় সাবেক সেনাসদস্যের স্ত্রীর মৃত্যু
- নয়া দিগন্ত ডেস্ক
- ২১ জুন ২০২৪, ০২:৩৮
সড়ক দুর্ঘটনায় কাপ্তাইয়ে এক বনপ্রহরী ও বগুড়ায় এক সাবেক সেনাসদস্যের স্ত্রী নিহত হয়েছেন।
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় এক বনপ্রহরী নিহত হয়েছেন। নিহতের নাম সুইমংচিং মারমা। সে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিশেষ টহল দলের বন প্রহরী হিসেবে কর্মরত ছিল। গত বুধবার দুপুরে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ওয়াগ্গা বালুচর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার পাঁচ নম্বর ওয়ার্ডের বালুচর নামক এলাকায় সিএনজি অটোরিকশা চলন্ত অবস্থায় সামনের চাকা খুলে যাত্রীসহ গাড়িটি উল্টে যায়। এ সময় বনপ্রহরী সুইমংচিং গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে।
বগুড়া অফিস ও শাজাহানপুর সংবাদদাতা জানান, বগুড়ার শাজাহানপুরে আমবাহী ট্রাক উল্টে মোটরসাইকেল আরোহী চাপা পড়ে সাবেক সেনা সদস্যের স্ত্রী নিহত ও আহত সাবেক সেনা সদস্যকে বগুড়া সিএমএসএস এ ভর্তি করা হয়েছে। বুধবার রাতে উপজেলার মাঝিড়া বন্দরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি সাবেক সেনা সদস্যের স্ত্রী নিহত মিতু আক্তার (৪৫) ও আহত স্বামী সাবেক সেনা সদস্য আবদুল মজিদ (৫০)। তাদের বাসা বগুড়ার শাজাহানপুর উপজেলা সদরের মাঝিড়া বন্দর। তারা মোটরসাইকেলযোগে বি ব্লক থেকে মাঝিড়া আসার পথে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করেন। ট্রাকটি পুলিশের হেফাজতে নেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা