১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শাহজাদপুরে ২ গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ২ জন নিহত, আহত ৪০

-

সিরাজগঞ্জের শাহজাদপুরে পল্লী অঞ্চল গালা ইউনিয়নের চরবর্নিয়া গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে এক কৃষক নিহত এবং উভয় গ্রুপের অন্তত ৪০ জন আহত হয়েছে। ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে উপজেলার গালা ইউনিয়নের চরবর্নিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক সানোয়ার হোসেন মোল্লা (৩২) একই গ্রামের দনিপাড়ার খোদা বক্স মাল্লার ছেলে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে পাবনা হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে তামিম (১৫) নামে আরো এক কিশোর মারা যায়। তার বাবার নাম ছোবাহান আলী ।
নিহতের মামা আব্দুল কুদ্দুস অভিযোগ করে বলেন, আমাদের জমির মাঝখান দিয়ে এলাকায় নদীতীর রায় নতুন বাঁধ নির্মাণ হয়েছে। নির্মিত বাঁধের দুই পাশে চরবর্নিয়া উত্তরপাড়ার আখের সেখ, হামিদ মোল্লা, মতিন মোল্লা ও আব্দুল প্রামাণিক অবৈধ ভাবে দোকানপাট নির্মাণ করেছে। সেখানে অবৈধ নেশার ব্যবসা হয়। এছাড়াও তারা আমাদের একটি পুকুর অবৈধভাবে দখল করে রেখেছে। এসব বিষয় নিয়ে চরবর্নিয়া উত্তরপাড়ার আখের সেখ ও দনিপাড়ার সায়েম গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছিল। এ অবস্থায় ঈদের পরের দিন মঙ্গলবার ভোরে আখের গ্রুপের লোকজন রামাদা, ফালা, টেঁটা, ছুরিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দনিপাড়ায় হামলা চালায়। এসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কিছু বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে সায়েম গ্রুপের বাবুসহ (৪৫) অন্তত ২০-২৫ জন আহত হয়েছে। শরীরের কয়েকটি স্থানে অস্ত্র ও ফালার আঘাতে কৃষক সানোয়ার মোল্লা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় গুরুতর আহতদের মধ্যে আজিজ প্রামাণিককে পাবনা এবং শাহজাহান প্রামাণিক ও হযরত আলী প্রামাণিককে বগুড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সানোয়ারের শোকাহত মেয়ে শেলী ও খাদিজাতুল কোবরা বলেন, বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের পাঁচ ভাইবোনকে এখন কে দেখাশোনা করবে। আমরা বাবা হত্যার বিচার চাই, জড়িতদের শাস্তি চাই। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও আখের গ্রুপের কারো বক্তব্য পাওয়া যায়নি। শাহজাদপুর থানার ওসি আসলাম হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement
শিবচরে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ বাশার আল-আসাদের পতনে সিরিয়ানদের ভাগ্যে যা ঘটতে পারে গাজায় একদিনে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল ৬ বছর পর রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন খালেদা জিয়া রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

সকল