১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
১৪ মাস আগে নিখোঁজ

সাভারে মাদক কারবারির বাসায় মাটি খুঁড়ে লাশের হাড় উদ্ধার

-

১৪ মাস আগে নিখোঁজ হন সাভার পৌর এলাকার ইমান্দিপুরের তোফাজ্জল হোসেন টুনু (২৮) নামের এক গার্মেন্টশ্রমিক। তাকে হত্যার পর লাশ পুঁতে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে আনন্দপুর সিটিলেনের চিহ্নিত মাদক কারবারি স্বপন মিয়ার বাসায় গত সোমবার অভিযান চালিয়ে সন্ধ্যায় স্থগিত করে। এরপর আবার গতকাল মঙ্গলবার ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ মাটি খুঁড়ে লাশের হাঁড় ও মাথার খুলি উদ্ধার করেছে।
এর আগে স্বপনকে আটক করলে তার দেয়া তথ্য মতে উদ্ধার অভিযান চালায় বলেন জানান- ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। তিনি আরো জানান, ঢাকা পুলিশ সুপার এ ব্যাপারে বিস্তারিত ব্রিফিং করবেন। এর আগে গত বৃহ¯পতিবার সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজনগরে স্বপনের আরেক বাড়ির পাশ থেকে মাটিচাপা দেয়া অবস্থায় সীমা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তোফাজ্জল হোসেন টোনো সাভার পৌর এলাকার ইমান্দিপুর ছেলামত মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন মিয়া সাভার পৌর এলাকার ইমান্দিপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গত ১৩ মে অভিযান চালিয়ে স্বপন মিয়ার আনন্দপুরের বাড়ি থেকে ৩০০ পিচ ইয়াবা বড়িসহ বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হামিদ মিয়া ও স্বপনের স্ত্রী পপি আক্তারকে আটক করে। স্বপন মিয়ার আরেক বাড়ি খনিজনগরের প্রতিবেশী সীমা বেগম তাদের আটকে সহায়তা করেছিলেন। ওই ঘটনার ১৯ দিন পর গত ২ জুন সীমা বেগম নিখোঁজ হন। গত বৃহস্পতিবার স্বপনের খনিজনগরের বাড়ির পাশ থেকে মাটি চাপা দেয়া অবস্থায় সীমার লাশ উদ্ধার করা হয়। ওই লাশটি উদ্ধারের পর আটকৃত স্বপনের দেয়া তথ্য মতে স্বপন মিয়ার সাভার পৌর এলাকার ইমান্দিপুরের দোতলা বাড়ির নীচ তলার মেঝেতে পাকা করা ৬ ফিট বালির নীচ থেকে লাশের হাঁড়, মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেন।
পোশাকশ্র্রমিক তোফাজ্জল হোসেন টুনুর পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ এপ্রিল বেলা ১১টার দিকে বাসায় বাজার (কাচা-তরকারি) পৌঁছে দিয়ে ঘুরতে বের হয়। এরপর আর সে বাড়ি না ফেরায় ২০ এপ্রিল সাভার মডেল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ওই সময় (এসআই) মুজিবুর রহমান তদন্ত করেন। কিন্তু পুলিশ তার কোনো খোঁজ পাননি। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।

 


আরো সংবাদ



premium cement