১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জামায়াত সম্পর্কে ওবায়দুল কাদেরের মন্তব্য বিষোদগারপূর্ণ ও আপত্তিকর : গোলাম পরওয়ার

-

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছু মন্তব্যকে কেন্দ্র করে গত ৩ জুন এক বিবৃতিতে জামায়াত এবং বিএনপি সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে বলেন, জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যকার রাজনৈতিক সম্পর্ক নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেসব বিষোদগারপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেছেন তা সম্পূর্ণ প্রতিহিংসামূলক, অযৌক্তিক ও অসৌজন্যমূলক। আমি তার এ কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তি হিসেবে অভিহিত করে ওবায়দুল কাদের জামায়াতে ইসলামী সম্পর্কে যে অবান্তর বক্তব্য দিয়েছেন তা অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, দেশবাসী সবাই অবগত আছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সহযাত্রী হিসেবে বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান। ১৯৮৩ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত জামায়াত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জোরালো ভূমিকা পালন করছে। ওবায়দুল কাদেরের মনে থাকার কথা- স্বৈরাচারবিরোধী আন্দোলনে ১৫ দল, ৭ দল ও জামায়াতে ইসলামীর ঘোষিত কর্মসূচি জনগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে। সে সময় একই ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপি আন্দোলন করেছে। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ করে জামায়াত সম্পর্কে কিছু মন্তব্য করেছেন। ওবায়দুল কাদের তাতে নাখোশ হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ বক্তব্য দিয়ে মনের ঝাল ঝেড়েছেন এবং তাদের রাজনৈতিক মোড়লদের খুশি করার চেষ্টা করেছেন। এতে তার নিজের মর্যাদাই ক্ষুণœ হয়েছে। তিনি আরো বলেন, স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বীদের জায়গাজমি, ঘরবাড়ি ও উপাসনালয়ের ভূমি কারা দখল করেছে এবং তাদের ইজ্জত ও সম্পদের ওপর কারা হামলা করেছে, জনগণ তা ভালো করেই জানে। আর এসব অপকর্মের সাথে যারা জড়িত জনগণ তাদেরকেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের হোতা বলে মনে করে। কাজেই এ ধরনের হিংসাত্মক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
নিজের মর্যাদার কথা বিবেচনা করে জামায়াত সম্পর্কে আপত্তিকর ও নেতিবাচক বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি আহ্বান জানান।

 

 


আরো সংবাদ



premium cement

সকল