১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আজিজ-বেনজীরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, প্রশ্ন মান্নার

-

‘সাবেক সেনাপ্রধান জেনারেল (অব:) আজিজ আহমেদ ও সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। অথচ তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না’- তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে অংশ নিয়ে এ প্রশ্ন তুলেন তিনি।
মান্না বলেন, ‘যারা বেনজীর এবং আজিজকে তৈরি করেছেন, তাদেরকে এমনি এমনি যেতে দেয়া যাবে না। আজিজ এবং বেনজীরের বিরুদ্ধে এখনো কেন মামলা হলো না এই দাবি নিয়ে রাজপথে নামতে হবে। এখন আর আওয়ামী লীগকে খোঁজা হচ্ছে না, খোঁজা হচ্ছে তাদের মাংসের টুকরোকে; কত হৃদয় বিদারক।’ তিনি বলেন, ‘বেশি দিন নাই। জাতিসঙ্ঘের প্রতিনিধি রোজারি বলেছেন- তার কাছে অভিযোগ করা হয়েছে, তোমরা পিসকোরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে যে আর্মি-পুলিশ ও অন্যান্য অফিসারদের নিয়ে আসছ, তাদেরকে চাকরি দিচ্ছো, এরা তো নিজের দেশে মানবতাবিরোধী অপরাধ করেছে। রোজারি বলেছেন- আমরা খুঁজে দেখব, যাদের যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আছে, তাদেরকে ফেরত পাঠিয়ে দেবো। বন্ধুবান্ধব আত্মীয় যদি সেনাবাহিনীতে বা পুলিশে থাকে, তাদের খোঁজ নেবেন। তাদের কাছে জিজ্ঞাসা করবেন সবার মধ্যে প্রশ্ন, পুরো সামরিক বাহিনীর বদনাম কুড়িয়েছে এই লোকটা (আজিজ আহমেদ)।’
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই সরকার জনগণকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে যে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি। গত বছরের বাজেটের চেয়ে এবার এক লাখ কোটি টাকা বাজেট বাড়িয়ে দেয়া হয়েছে। এই ঋণের টাকা জনগণের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে। আমরা সবাই জানি এই সরকার একটা মিথ্যুক সরকার। মানুষের মধ্যে মিথ্যা কথা বলে এবং ভোটের সময় মানুষের বুকে ছুরি চালিয়ে দেয়। আওয়ামী লীগ একটা লুটেরা চোর দুর্নীতিবাজ সরকার। দেশকে বাঁচাতে এবং দেশের মানুষকে বাঁচাতে আমাদের এগিয়ে আসতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, গণ অধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ।


আরো সংবাদ



premium cement