উৎসবমুখর পরিবেশে ডিআরইউর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
- নিজস্ব প্রতিবেদক
- ২৭ মে ২০২৪, ০১:১৮
উৎসবমুখর পরিবেশে দেশের অন্যতম বৃহৎ সাংবাদিক সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। প্রতিষ্ঠার তিন দশক উপলক্ষে গতকাল সকাল থেকেই সেগুনবাগিচার ডিআরইউ অঙ্গনে সাজ সাজ রব দেখা যায়। বেলুন ও ফুল দিয়ে সাজানো হয় পুরো এলাকা। ভবনগুলোতে করা হয় আলোকসজ্জা। সকালে জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের নিজস্ব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা-৮ আসনের এমপি আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। এ সময় ডিআরাইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, ডিআরাইউ সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, শাহজাহান সরদার, শাহেদ চৌধুরী, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, মুরসালিন নোমানী, নজরুল ইসলাম মিঠু, ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মাসুম, রাজু আহমেদ, নুরুল ইসলাম হাসিব, ডিআরইউ যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে নসরুল হামিদ মিলনায়তনে কেক কাটা শেষে শুভেচ্ছা বিনিময় করেন নেতারা। পরে সেগুনবাগিচা এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সংগঠনের প্রধান কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে সেগুনবাগিচার বিভিন্ন সড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। এ সময় বাদক দলের সদস্যরা বিভিন্ন গানের সুর তোলেন। সাথে ছিল সাজানো পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি।
র্যালি শেষে দ্বিতীয় পর্বে নসরুল হামিদ মিলনায়তনে কেক কাটেন ও শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলামসহ ডিআরইউ নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া দিনব্যাপী কর্মসূচিতে পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি, ব্যবসায়ী আল শাহরিয়ার আহমেদ, ইনসাফ বারাকাহ হাসপাতালের কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে ডিআরইউ ক্যান্টিনে সদস্যদের জন্য উন্নতমানের খাবারের পাশাপাশি মিষ্টির আয়োজন করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা