কুতুবদিয়ায় ভাতের প্যাকেট বিতরণ নিয়ে সংঘর্ষে নিহত ১
- কক্সবাজার অফিস
- ২৪ মে ২০২৪, ০০:৫০
কক্সবাজারের কুতুবদিয়ায় ভাতের প্যাকেট বিতরণ নিয়ে সংঘর্ষের জেরে ছুরিকাঘাতে ফরহাদ হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফরহাদ হোসেন (২৪) উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের আবদুল হাদি শিকদার পাড়া গ্রামের মোহাম্মদ আরফাতের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় হামিদা বেগমের বাড়িতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শিশু পাচাররোধে একটি সভার আয়োজন করা হয়। সভায় ৫০ জন মহিলা ও ৫০ জন পুরুষের পাশাপাশি স্থানীয় ইউপি সদস্য ও মহিলা সদস্যকে আমন্ত্রণ জানানো হয়। ইউপি সদস্য মোশাররফ হোসেন উপস্থিত হয়ে তাকে না জানিয়ে এই বাড়িতে কেন সভার আয়োজন করা হয়েছে তা নিয়ে কথাকাটাকাটিতে লিপ্ত হন। সভা শেষে তার লোকদের আগে ভাতের প্যাকেট দেয়ার দাবিতে বাগি¦তণ্ডায় লিপ্ত হন মোশাররফ। একপর্যায়ে মেম্বার মোশাররফের নেতৃত্বে ৮-১০ লোক হামলা চালায়। তখন ছুরিকাঘাতে ফরহাদ হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়।
প্রত্যক্ষদর্শী মোস্তাক আহমেদ জানান, তাদের ছুরিকাঘাতে ফরহাদ, তাওছিফ, কোরবান আলী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
স্থানীয় হালিমা বেগম জানান, যাদেরকে ছুরিকাঘাত করা হয়েছে তারা কেউ সভায় উপস্থিত ছিলেন না, কয়েক মাস আগে মেম্বার মোশাররফ রবিউল নামের এক যুবকের ওপর হামলা করে তার পা ভেঙে দেয়, সে মামলায় মেম্বার মোশাররফকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেন। তার প্রতিশোধ নিতে দলবল নিয়ে মেম্বার হামলা করে।
হাসপাতালে চিকিৎসক ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন, এবং তাওছিফ ও তাসরিফকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা