১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাশকতার মামলায় জামায়াত নেতা এটিএম আজহারের ২ বছর কারাদণ্ড

-

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামসহ ১১ জনকে মতিঝিল থানায় নাশকতার অভিযোগে মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ রায় ঘোষণা করেন।
দণ্ডবিধির পৃথক দুই ধারায় তাদের এ কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে ১৪৩ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪৩৫ ধারায় দেড় বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় সাতজনকে খালাস দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন মোবারক হোসেন, হাসান আল মামুন, আবু তাহের মেজবাহ, মো: জাহাঙ্গীর, মো: ইব্রাহীম, সাইফুল ইসলাম, মো: জরিপ, মো: আবুল কাশেম, আশরাফুজ্জামান ও মো. রেয়াদুন।
এটিএম আজহারুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান,
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামসহ আসামিদের ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
তিনি জানান, ২০১০ সালের ১৩ নভেম্বর মতিঝিল থানায় এই মামলাটি দায়ের করা হয়। এই মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা ছিল না। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা ১০০ জন কর্মীর বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল। এই মামলায় অবৈধভাবে একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে মিছিল করার অভিযোগ করা হয়। মিছিলের সময় পুলিশের ওপর ইটপাটকেল মারার অভিযোগ করা হয়। মতিঝিল থানায় মামলা নাং ৩৩(১১)১০। বিচারক রাজেস চৌধুরী আদালতে গত বছরের ১১ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মাত্র ১৭ দিনে ৪ জন পুলিশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচারকার্য সম্পন্ন হয়। এজাহারে কারো নাম ছিল না। এখানে কোনো নিরপেক্ষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়নি।
তিনি আরো জানান, সাক্ষীগণ এটিএম আজহারুল ইসলাম বা অন্য কোনো আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের কথা বলে নাই। মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক হয়রানিমূলক মামলা। আসামীদের দণ্ডবিধির ১৪৩ ধারায় ৬ মাস ও ৪৩৫ ধারায় ১ বছর ৬ মাস মোট দুই বছর কারাদণ্ডের আদেশ দেন।
তিনি আরো বলেন, এই মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা ১০০ জন কর্মীর কথা বলা হয়েছে। অথচ আজকে যাদের সাজা দেয়া হয়েছে তারা কেউ বিএনপির নেতাকর্মী নন তারা সবাই জামায়াতে ইসলামীর নেতা কর্মী।


আরো সংবাদ



premium cement