১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
বেপরোয়া ড্রাইভিং ও ট্রাকচাপা

চালকসহ ৬ মোটরসাইকেল আরোহী নিহত

রাজপথে মৃত্যুর হানা
-

বেপরোয়া ড্রাইভিং ও ট্রাকচাপায় চালকসহ কুমিল্লায় দুইজন, কক্সবাজারে দুইজন ও সাভারে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া রংপুরে মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে এক নারী নিহত হয়েছেন।
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় জামসেদ আহমেদ ও শাহজালাল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার চান্দিনা-রামমোহন সড়কের উদালিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চান্দিনা পৌরসভার ছায়কোট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কুয়েত প্রবাসী জামসেদ আহমেদ (৩৬) ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাহজালাল (৩২)। স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ জানান, সকালে ছায়কোট থেকে মাছের রেণু আনার জন্য আলিকামোড়া গিয়েছিল জামসেদ ও শাহজালাল। পিকআপ দিয়ে মাছের রেণু পাঠিয়ে তারা দু’জন মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। তারা উদালিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।
চান্দিনা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া মাতামাতির সেতুর ওপর দিয়ে দ্রুত মোটরসাইকেল চলিয়ে কোনো প্রার্থীর নির্বাচনী পথসভায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ড্রামট্রাকগাড়ির নিচে চাপা পড়ে এক কলেজছাত্রসহ দুই আরোহী নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চকরিয়া সরকারি ডিগ্রি কলেজের এক ছাত্রসহ দুই বন্ধু রাতে চিরিঙ্গা স্টেশন থেকে মোটরসাইকেল করে নির্বাচনী পথসভায় যাওয়ার পথে ড্রামট্রাক গাড়ির নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার মৌলভীরচর এলাকার জিয়াউদ্দিনের ছেলে চকরিয়া কলেজের ছাত্র মোহাম্মদ মোস্তফা (১৯) ও তার বন্ধু ছিদ্দিক মিস্ত্রির ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (১৮)।
পীরগাছা (রংপুর) সংবাদদাতা জানান, স্বামীর সাথে বাবার বাড়িতে যাওয়ার পথে গত শনিবার মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে মারাত্মক আহত হন এক নারী। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জাদুরচর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় উপপরিদর্শক (এসআই) আরিফ হাসান আহত ও তার স্ত্রী হাফিজা আক্তার তানিয়া (৩০) নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আরিফ হাসান তার স্ত্রীকে নিয়ে রোববার রাত ১১টার দিকে হেমায়েতপুর থেকে মোটরসাইকেলে করে রাজধানী ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের সাভারের জাদুরচর সেতু এলাকায় পৌঁছালে একটি গাড়ি পেছন থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
এক দিনে দেড় হাজার মার্কিনির সাজা মাফ করলেন বাইডেন ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক

সকল