১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

চৌদ্দগ্রামে বিলাসবহুল বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫

অন্যস্থানে নিহত ৩, আহত ৫
-


কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বিলাসবহুল বাস দুর্ঘটনার কবলে পড়ে পাঁচজন নিহত ও অপর ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া চুয়াডাঙ্গার জীবন নগর, ময়মনসিংহের ভালুকা, এবং মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়ায় গতির যাত্রীবাহী বিলাসবহুল একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সুপারভাইজারসহ পাঁচজন নিহত ও অপর ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন; কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০), চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী বদরুল হাসান রিয়াদ (২৫), নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে নাসির উদ্দিন পলাশ (৩৬), বাসের সুপারভাইজার ময়মনসিংহের চন্ডিমুন্ডা গ্রামের সুলতান মিয়ার ছেলে মাসুদ (২২) ও হেলপার লক্ষ্মীপুর জেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের লাল মিয়ার ছেলে আবু তাহের খোকন (৪৮)।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রিলাক্স পরিবহনের যাত্রীবাহী বাস (যশোর ব-১১-০২৫১) যাত্রা করে। পথিমধ্যে শুক্রবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় পুরাতন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ডাবলডেকার বাসটির ভিতরে আটকে পড়ে সব যাত্রী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে বাসের সুপার ভাইজার মাসুদ ও হেলপার খোকনসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া দুর্ঘটনায় আহতদের কয়েকজন হলেন; কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে ফিরোজ (৪২), একই এলাকার আলী আহমেদের ছেলে মোক্তার আহম্মেদ (৩৮), ফজলুর রহমান (৪২), আরাফাত হোসেন (৩৪), মো: সিয়াম (৩২), মো: সোহাগ (২৮), কামরুন নাহার (২৬), স্বপন শিকদার (২৫), রফিকুল ইসলাম (৩০) ও মনির হোসেন (৩০)। এর মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত মোহাম্মদ হোসেনের বড় ভাই আহত ফিরোজ হোসেন বলেন, ছয় ভাই পাঁচ বোনের মধ্যে মোহাম্মদ হোসেন তৃতীয়। গত বৃহস্পতিবার রাতে ছোট ভাই আকাশের মালয়েশিয়ার ফ্লাইট ছিল। তাই তাকে নিয়ে তিনি এবং নিহত মোহাম্মদ হোসেন ও নিকটাত্মীয় মুক্তার আহমেদসহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ছোট ভাইকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে সায়েদাবাদ থেকে বাড়ির উদ্দেশ্যে বাসে করে রওয়ানা দেন। পথিমথ্যে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন মারা যান। ফিরোজ হোসেন কান্নাজড়িত কণ্ঠে আরো বলেন, তার ভাই পেশায় একজন নির্মাণ ঠিকাদার। আদরের ছোট ভাইকে বিমানবন্দরে পৌঁছে দিতে পারলেও বড় ভাইয়ের লাশ নিয়ে বাড়ি যেতে হচ্ছে।
অপর দিকে নিহত নাছির উদ্দিন পলাশের ভগ্নিপতি আফতাব উদ্দিন তুহিন মুঠোফোনে জানান, নাসির উদ্দিন পাইপ ফিলটারের কাজ করেন। গত বৃহস্পতিবার রাতে তিনি বাসযোগে ঢাকা থেকে চট্টগ্রামের শ^শুর বাড়িতে যাচ্ছিলেন। হাইওয়ে পুলিশের মাধ্যমে জানতে পারি, তিনি চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আহত বাসযাত্রী ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র রাঙ্গামাটির আরজ হোসেন সুমন জানান, রাত সাড়ে ১২টায় বাসটি ছাড়ার কথা থাকলেও ২৮জন যাত্রী নিয়ে রাত ২টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। শুক্রবার ফজরের নামাজের আগে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি হোটেলে যাত্রা বিরতি করে বাসটি। যাত্রাবিরতির আগে গাড়িটির গতি বেপরোয়া থাকায় যাত্রীরা শোর চিৎকার করে। যাত্রাবিরতি শেষে গাড়িটি আবারো বেপরোয়া গতির কারণে চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বর্তী খাদে পড়ে যায়। এ সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমে ছিল। বেপরোয়া গতির কারণেই বাসটি দুর্ঘটনার শিকার হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আহত যাত্রী চট্টগ্রামের হাটহাজারীর নাবিল হোসেন জানান, গাড়ির গ্লাস ভেঙে ফায়ার সার্ভিস ও পুলিশের সাথে আটকেপড়াদের বের হতে সহায়তা করি। আহতদের কয়েকজনকে টেনে বের করি।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সাব ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং স্থানীয় জনগণের সহায়তায় বাসের ভিতর থেকে নিহত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস গাড়িতে করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেয়া হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘দুর্ঘটনার পর বাসের চালক পলাতক রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও নিহতদের লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে’।
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার জীবননগর-হাসাদহ মহাসড়কের বাঁকা ব্রিকস ফিল্ড নামক স্থানে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পাখিভ্যানের ধাক্কায় জিয়ারুল ইসলাম (৫০) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। ঘটনার ব্যাপারে জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানান, স্থানীয় ইউনিয়নের মিনাজপুর স্কুলপাড়ার মৃত জহির মণ্ডলের ছেলে জিয়ারুল ইসলাম শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাইসাইকেল যোগে বাঁকা ব্রিকস ফিল্ড নামক স্থানে পৌঁছে অসাবধানবশত রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত চালকের পাখিভ্যানের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় আহত জিয়ারুল ইসলাম মারা যান।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় বাস-অটোরিকশার মাঝে মুখোমুখি সংঘর্ষে এমদাদুল হক আকন্দ (৫০) নামে এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হাজীরবাজার এলাকায়। নিহত এমদাদুল হক আকন্দ উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের আখালিয়া গ্রামের মোন্তাজ আলী আকন্দের ছেলে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে হাইওয়ে পুলিশ আটক করেছে।

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, কুলাউড়ার রংগিলকিল এলাকায় পাওয়ার টিলার (ট্রলি) উল্টে চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বাঁশ বোঝাই করে স্থানীয় চা বাগান থেকে পাওয়ার টিলার (ট্রাক্টর) নিয়ে পঞ্চম বাউরী ( ২২) নামে এক ট্রলি চালক কুলাউড়া আসছিলেন। রংগিলকুল ইউপি অফিসের সামনে চালক অসাবধানে ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে ডিউটিরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক দিলদারপুর চা বাগানের ছোট বাউরীর ছেলে।


আরো সংবাদ



premium cement