০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বেসরকারি স্কুলের ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ

ক্ষুব্ধ প্রতিষ্ঠান প্রধানরা
-

শিক্ষার্থী ভর্তির ফি থেকে আয় করা টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। দেশের সব মাধ্যমিক বিদ্যালয়কে আগামী কয়েক কর্মদিবসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। তবে স্কুলে ভর্তির বিপুল পরিমাণ অর্থ এরই মধ্যে শিক্ষাসামগ্রী, শিক্ষকদের বেতন, ঈদে বোনাস এবং জাতীয় অনুষ্ঠানে আয়োজনে ব্যয় হয়ে গেছে বলে প্রধান শিক্ষকদের দাবি। কাউকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ শিক্ষকরা।

এ দিকে গত বুধবার মাউশির একটি চিঠি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত ওই চিঠিতে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৩-২৪ অর্থবছরের গৃহীত ভর্তি ফি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক সরকারি কোষাগারে জমাদান সংক্রান্ত চালানের কপি গ্রহণপূর্বক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা আগামী চার কর্মদিবসের মধ্যে অধিদফতরে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।
যদিও স্কুলে ভর্তির বিপুল পরিমাণ অর্থ এরই মধ্যে শিক্ষাসামগ্রী, শিক্ষকদের বেতন, ঈদের বোনাস ও জাতীয় অনুষ্ঠান আয়োজনে ব্যয় হয়েছে বলে এক প্রধান শিক্ষক দাবি করেছেন। কেউ কেউ মনে করছেন, বেসরকারি বিদ্যালয় জাতীয়করণের জন্য প্রাথমিক ধাপ এটি হতে পারে। তবে এ নিয়ে আলোচনা ছাড়া এত বড় সিদ্ধান্ত কিভাবে সম্ভব তা তারা ভেবে পাচ্ছেন না।

এ ছাড়াও ভর্তি ফি বলতে কোনো সীমারেখা উল্লেখ করা হয়নি। একটি প্রতিষ্ঠানের প্রধান বলেন, ভর্তি ফিতে সেশন চার্জ, খেলাধুলা ফি, বিদ্যুৎ-পানি চার্জসহ বিভিন্ন খাত থাকে। চিঠিটি সম্পূর্ণ অস্পষ্ট। অপর একটি প্রতিষ্ঠানের শিক্ষক জানান, দুই মাস আগেই সরকার অবসর ও কল্যাণ তহবিলের কথা বলে নতুন ছাত্রদের ভর্তির টাকা থেকে ১০০ টাকা করে নিয়েছে। এখন হঠাৎ করে ভর্তি ফি সরকারি কোষাগারে জমা দেয়ার এ সিদ্ধান্ত বজ্রপাতের শামিল। ছয় মাস আগে প্রাপ্ত ভর্তি ফি থেকে শিক্ষকদের বেতন, বোনাস, জাতীয় কর্মদিবস পালন, শিক্ষাসামগ্রীতেই ব্যয় হয়ে গেছে। কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই, শিক্ষক নেতাদের পাস কাটিয়ে এমন পরিপত্রে বিস্মিত হয়েছেন।

মাউশির সহকারি পরিচালক ও চিঠিতে স্বাক্ষরকারী জিয়াউল হায়দার হেনরী বলেন, স্কুলগুলোর বেতনের টাকা সরকারি কোষাগারে রাখতে হয়। স্কুলের থাকে সেশন ফি। সরকারি স্কুলগুলো বেতনের টাকা সরকারি কোষাগারে রাখে কিন্তু বেসরকারি স্কুল সেটি রাখছে না। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল