খুনের আসামি খুন!
- বগুড়া অফিস
- ১৬ মে ২০২৪, ০০:০০
বগুড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে হত্যা মামলার আসামি ‘সেই’ বন্ধুকে খুন হয়েছেন। গত মঙ্গলবার (১৪ মে) সন্ধা ৬টার দিকে সদর উপজেলার শহরদীঘি পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আলী হাসান (৩০)। তিনি বগুড়া শহরের মালগ্রাম পশ্চিমপাড়া এলাকার জিন্নাহর ছেলে। পেশায় ট্রাক চালকের সহকারী। বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম রকি হত্যা মামলার আসামি ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার (ওসি) সাইহান ওলিউল্লাহ। তিনি জানান, হত্যাকারী সবুজ হাওলাদার বঙ্গবন্ধু সৈনিক লীগের বগুড়া জেলা সভাপতি এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও শহরের সূত্রাপুরের মৃত সবুর সওদাগরের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সবুজ সওদাগর (৩২) পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে সবুজ সওদাগরের বাড়িতে হাসান নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান। সবুজ হত্যা মামলার আসামি। সে এবং তার পরিবারের সবাই মাদকাসক্ত। হাসান সবুজের বাড়িতে নিয়মিত আসত। এখানে এসে তারা মাদক গ্রহণ করত। স্থানীয় ফাঁপোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান জানান, সবুজ ও হাসান ঘনিষ্ঠ বন্ধু এবং আওয়ামী লীগ নেতা রকি হত্যা মামলার আসামি। তাদের নানা অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ ছিল।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ছুরিকাঘাতে আলী হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত যুবক পলাতক রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা