১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

ফরিদপুরে ২ জনসহ মোট নিহত ৪

-

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মুন্সীগঞ্জ ও কুমিল্লায় আরো দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে ভাঙ্গা ও মধুখালী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা-রায়পাড়া আঞ্চলিক সড়কের কাপুড়িয়া সদরদীতে রেল লাইনের আন্ডারপাসে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত ওই যুবকের নাম নিশাত শিকদার (২৮)। তিনি ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামের দেলোয়ার শিকদারের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন, বাড়িতে ফেরার পথে অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকসহ চালক পালিয়ে গেছে।
অপর ঘটনায় ফরিদপুরের মধুখালীতে ফরিদপুর-খুলনা মহাসড়কের মাঝিবাড়িতে ঢাকা থেকে মাগুরাগামী মুরগির ফিড বোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৩-৫৩৫৬) নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছ ও বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। নিহত ট্রাক চালকের নাম আশিক হোসেন (২০)। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার প্রতাপপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ও মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে লাশ উদ্ধার করে। মধুখালী ফায়ার সার্ভিসের লিডার কামাল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত অবস্থায় ট্রাক চালকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকায় দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বাসের যাত্রী রাজবাড়ী সদরের বসন্তপুর এলাকার আলিফ বেপারী জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা লোকাল বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে যাচ্ছিল। পথে কল্যাণপুর এলাকায় এলে বাসের সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদ-উন-নবী জানান, দুর্ঘটনার সাথে সাথে বাসটির চালক-হেলপার পালিয়ে যান।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সুমন (২৭) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। তিনি ভোলা জেলার তমিজউদ্দিন থানার ঘুষেরহাওলা গ্রামের আবুল কাশেমের ছেলে। সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন। মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত ট্রাক চালক সুমনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক নিহত ও অপর দুইজন আহত হয়েছে। নিহত চালকের নাম হাবিব (২২)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর গ্রামের হানিফ ভাণ্ডারীর ছেলে। আহত অপর দুইজন মোটরসাইকেল আরোহী শিহাব ও আল আমিন। গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, মোটরসাইকেলটি ওভারস্পিডে চলছিল বলে আমরা জানতে পেরেছি।

 


আরো সংবাদ



premium cement
হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম চঞ্চলকে ‘গৃহবন্দী’ করার খবরে তোলপাড় ভারতে, অভিনেতা জানালেন ‘পুরোটাই মিথ্যা’ সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ১ দিনের রিমান্ডে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর, সম্পাদক মফিজুর রহমান যশোরের শার্শায় ৩০০ বিঘা সরকারি জমি উদ্ধার

সকল