কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের সুইচ ইয়ার্ড এবং পিরোজপুরে পাঠাগারে অগ্নিকাণ্ড
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৬ মে ২০২৪, ০০:০৫
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের সুইচ ইয়ার্ড এবং পিরোজপুরের ইন্দুরকানিতে একটি বাড়িতে প্রতিষ্ঠিত শেখ রাসেল পাঠাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, কাপ্তাইয়ের সাবস্টেশনের সুইচ ইয়ার্ডে আকস্মিক অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল রোববার সকালে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের (কপাবিকে) এলাকায় প্রচণ্ড বজ্রপাতসহ বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের বলেন, প্রচণ্ড বজ্রপাতসহ বৃষ্টিতে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। সকাল পৌনে ৮টায় কাপ্তাই বিদ্যুৎ সাপ্লাই কেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালনে সুইচ ইয়ার্ড চালু করতে গেলে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লেগে যায়। কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো: শাহাদাত হোসেন বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে শেখ রাসেল স্মৃতি পাঠাগারে অগ্নিকাণ্ড ঘটেছে। গত শনিবার ভোরে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বজলুর রহমান মিন্টুর পত্তাশী গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা