নাচতে নাচতে মৃত্যুর কোলে
- নয়া দিগন্ত ডেস্ক
- ৩০ এপ্রিল ২০২৪, ০০:১৬
ভারতের উত্তর প্রদেশে বোনের বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে মৃত্যু হয়েছে এক তরুণীর। শুক্রবার সন্ধ্যায় বোনের বিবাহপূর্ব গায়ে হলুদ অনুষ্ঠানে নাচছিল রিমশা নামে ওই তরুণী।
সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রিমশা তার পরিবারের সদস্যদের সাথে উচ্চস্বরে গানের তালে নাচের স্টেপ মেলানোর চেষ্টা করছেন। কিন্তু কয়েক সেকেন্ড পরেই দেখা যায়, তিনি তার এক হাত বুকে রেখে আরেক হাত দিয়ে পাশে নাচতে থাকা একটি ছেলে শিশুর হাত ধরার চেষ্টা করছেন। এক পর্যায়ে তিনি মেঝেতে পড়ে যান।
পরে রিমশাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
বিয়ের দুই দিন আগে মর্মান্তিক এই ঘটনা ঘটায়- পরে বিবাহ অনুষ্ঠানটি কোনো ধরনের সঙ্গীত ও নৃত্য ছাড়াই অনুষ্ঠিত হয়। ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা