১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

সড়ক দুর্ঘটনায় ৭ মাসের শিশুসহ নিহত ৫

-


মুন্সীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দাঁড়িয়ে থাকা মায়ের কোল থেকে ছিটকে পরে সাত মাসের এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকচাপায় তিনজন, বগুড়ায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন ও গাজীপুরের কোনাবাড়িতে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন।
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকচাপায় অটোভ্যানের চালক ও যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার সকালে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেপরোয়া গতির ট্রাকচালক মো: সাফায়েত হোসেনকে আটক করেছে পুলিশ। ট্রাকচালক যশোরের চৌগাছা থানার চান্দা আফরা গ্রামের সামছুল গাজীর ছেলে। বাগেরহাট পুলিশ মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

রামপাল থানার ওসি সোমেন দাস জানান, ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাইদ মোড়ল (৪৫) নামে ভ্যানের এক যাত্রী নিহত হন। তিনি রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের রেজ্জাক মোড়লের ছেলে। পরে স্থানীয়রা ভ্যানচালক ও অপর যাত্রীকে উদ্ধার করে দ্রুত রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। নিহত ভ্যানচালক মনি হোসেন (৪৫) রামপাল উপজেলার কুমলাই গাববুনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ও যাত্রী মোহাম্মদ আজাদ (৩৫) রামপালের ঝনঝনিয়া গ্রামের ইকলাচ মোড়লের ছেলে।

বগুড়া অফিস ও শেরপুর সংবাদদাতা জানান, বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাঁচজন বাসযাত্রী আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো: বায়োজিদ (২০)। তিনি রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস আসাদ পরিবহনের চালকের সহকারী ছিলেন। আহত যাত্রীরা হলেন- নীলফামারীর জলঢাকার ফিরোজ হোসেন, আবু সাঈদ, রংপুরের তারাগঞ্জের গোলাম রব্বানী, বদরগঞ্জের মো: রনি ও রংপুরের কিশোরগঞ্জের জাহিদ হোসেন।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের কোনাবাড়িতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই অটোরিকশার চালকসহ আরো চারজন আহত হয়েছেন। পুলিশ কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছে। শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম- সাইমুন ইসলাম (৩৭)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জের উপজেলার কানুহাড়ি গ্রামের সামসুল আলমের ছেলে। এ ঘটনায় আটক কাভার্ডভ্যানের চালক শাওনা (২১) পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সোহাগদল গ্রামের মেহেদী হাসানের ছেলে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং চালকসহ কাভার্ডভ্যানটি আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জ সদর উপজেলার মদিনা বাজারের একটু সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দাঁড়িয়ে থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে সাত মাসের শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায়। নিহত শিশুর নাম হুমাইরা আক্তার। সে সদর উপজেলার নাহাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের কন্যা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মদিনা বাজারের উত্তর পাশে খানকা শরীফের সামনের সড়কে দু’টি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি অটোরিকশা বেপরোয়া গতিতে চালিয়ে আসলে সংঘর্ষের ঘটনার পরে সড়কের পাশে শিশু সন্তানকে নিয়ে দাঁড়িয়ে থাকা মাকে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ড্রাইভারসহ অটোরিকশা দু’টি আটক করেছে পুলিশ। তাদের নাম মাহবুব এবং তুষার।

 


আরো সংবাদ



premium cement
সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের

সকল