১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মুগদায় অধিগ্রহণ না করেই ভেঙে দেয়া হলো দোকানপাট-বাড়িঘর

ক্ষতিপূরণ পায়নি এলাকাবাসী
উত্তর মুগদায় ডিএনএসসির উচ্ছেদ অভিযান : নয়া দিগন্ত -

রাজধানীর মুগদা বিশ্বরোড থেকে মান্ডা যাওয়ার সড়ক বড় করার জন্য দুই পাশের দোকানপাট ও বাড়িঘর ভাঙা শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) যৌথ উদ্যোগে গতকাল এটি ভাঙা শুরু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এলাকাবাসী।
ডিএসসিসির সম্পত্তি বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘ দিন ধরে সড়ক সঙ্কীর্ণ অবস্থায় ছিল, ফলে দিনরাত সবসময়ই দীর্ঘ যানজট লেগে থাকত। রাস্তা বড় করার স্বার্থে রাস্তার দুই পাশের দোকানগুলোর কিছু অংশ ভেঙে দেয়া হচ্ছে। করপোরেশনের এ অভিযানে সহযোগিতা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
অভিযান চালানোর সময় বলা হয়- এসব দোকানের মালিকদের একাধিকবার এ বিষয়ে জানানো হয়েছে; বলা হয়েছে। এরপরে আমরা অভিযান শুরু করেছি। মান্ডা ব্রিজ থেকে মুগদা প্রধান সড়কের দিকে রাস্তার দু’পাশে অভিযান পরিচালিত হয়েছে।
এ দিকে অভিযান শুরুর পরই সামনের দিকের দোকানগুলোর মালিক-কর্মচারীরা নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নিতে দেখা যায়। রাস্তার পাশের নূর ফার্মেসির মালিক নূর মোহাম্মদ বলেন, ব্রিজের দিকে দেখে এসেছি অভিযান চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে দোকানগুলো তাই আমরা নিজ উদ্যোগেই সব মালামাল সরিয়ে নিয়ে যাচ্ছি। যেন দোকান ভাঙলেও মালামাল ক্ষতিগ্রস্ত না হয়। যদিও আগে তারা নোটিশ দিয়েছে অনেককে, তবে আমরা বুঝতে পারিনি আজ তারা সত্যিই এসে সব ভেঙে দেবে।
এলাকাবাসী ও জমির মালিক এ এস এম সালাউদ্দিন বলেন, বেআইনিভাবে বলপূর্বক আমাদের বাড়িঘর ভেঙে দেয়া হচ্ছে। আমাদের জমি অধিগ্রহণ করা হয়নি। তাকিয়ে দেখা ছাড়া আমাদের কিছু করার নেই।
এলাকার বাড়িমালিক মাহবুবুর রহমান বলেন, একটি হাউজিং কোম্পানির কাছ থেকে সুবিধা নিতে স্থানীয় প্রভাবশালীরা এ কাজ করছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে কি কোন আইন নেই? এভাবে ক্ষতিপূরণ না দিয়ে আমাদের সম্পদ ভাঙচুর করা বেআইনি কাজ।
সিরাজুল ইসলামে নামে আরেক দোকানমালিক বলেন, কোনো প্রকার ক্ষতিপূরণ না দিয়ে আমার নিজের জমিতে স্থাপিত একটি দোকান ভেঙে দিয়েছে। আগে যেখানে আমার সাত ফুট ভেঙে ফেলা হবে বলে দাগ দিয়েছিল সেখানে তার দ্বিগুণ ১৪ ফুট ভেঙে ফেলেছে। এ কারণে আমার প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে। তিনি বলেন, রাজউক-পূর্ত মন্ত্রণালয় থেকে আমি কোনো নোটিশ পাইনি। এভাবে অনিয়ম হচ্ছে; কিন্তু আমাদের স্থানীয় জনপ্রতিনিধি জনগণের পাশে দাঁড়াননি। বরং এলাকার কেউ কেউ ভাঙতে সহযোগিতা করেছে। তিনি অভিযোগ করেন, আমিন মোহাম্মদ গ্রুপকে সুবিধা দিতে আমাদের দোকান-বাড়ি ভাঙা হচ্ছে। তিনি এর প্রতিকার দাবি করেন।
এ দিকে ক্ষতিপূরণ ছাড়া দোকানগুলো না ভাঙতে গত পরশু সংবাদ সম্মেলন করেছিল এলাকাবাসী। সংবাদ সম্মেলনে এ এস এম সালাউদ্দিন জানান, মুগদা এলাকার প্রধান সড়কের দুই পাশের স্থায়ী বাসিন্দা হিসেবে নিজস্ব জমিতে আমাদের পূর্বপুরুষরা এবং আমরা রাজউকের অনুমোদন নিয়ে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছি। মুগদা প্রধান সড়কটি সর্বশেষ ঢাকা সিটি জরিপ অনুযায়ী ৩০ ফুট প্রশস্ত। সম্প্রতি রাজউকের নোটিশের মাধ্যমে জানতে পারি- এ সড়কে ৫০ ফুট বা ৬০ ফুট সড়কের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নকশা চেয়ে রাজউক থেকে আমাদের অনেককে নোটিশ প্রদান করা হয়েছে। আবার অনেকে নোটিশ পায়নি। রাজউকের লোকজন জানিয়েছে, আমাদের জায়গাসহ বাড়িঘর শিগগিরই ভেঙে ফেলে সড়ক নির্মাণ করবে; কিন্তু তারা জমিগুলো এখনো আইনিভাবে অধিগ্রহণ করেনি। তাদের পক্ষ থেকে আমাদের জমি কী পরিমাণ অধিগ্রহণ করা হবে তাও জানায়নি বা জমি বা জমির উপর স্থাপিত বিল্ডিং বা বাড়ির ক্ষতিপূরণ কী দেয়া হবে তাও জানায়নি। এরই মধ্যে গত বৃহস্পতিবার এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে রোববার সড়কের আশপাশের সব স্থাপনা ভেঙে ফেলা হবে। আমাদের জমি ও স্থাপনার ক্ষতিপূরণ না দিয়ে জোরপূর্বক ভেঙে ফেলার খবরে আমরাসহ এলকাবাসী আতঙ্কিত ও উদ্বিগ্ন।
তিনি আরো বলেন, রাষ্ট্রের প্রয়োজনে জমি অধিগ্রহণ করার বিধান রয়েছে; কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা বেআইনিভাবেই আমাদের জমি ও স্থাপনা দখল করতে চায়। এ বিষয়ে কিছুদিন আগে আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছি। মহামান্য হাইকোর্ট রাজউকের চেয়ারম্যানসহ কর্তৃপক্ষকে আগামী এক মাসের মধ্যে আইনিভাবে আমাদের সাথে বসে বিষয়টি মিটমাট করতে নির্দেশ দিয়েছেন। এই অবস্থায় ক্ষতিপূরণ না দিয়ে উচ্ছেদ না করতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছিলেন তারা।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল