মিঠাপুকুরে নিহত সাবেক চেয়ারম্যানের পরিবারের সাথে ডা: শফিকের সাক্ষাৎ
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৭ এপ্রিল ২০২৪, ০১:৩৫
দুষ্কৃতকারীদের আঘাতে নিহত রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবার রহমানের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
গতকাল মঙ্গলবার সাবেক চেয়ারম্যানের পরিবারের সাথে এ সাক্ষাৎ করেন তিনি।
জামায়াতের আমির মাহবুবার রহমানের পরিবারের সাথে দেখা করেন, তাদের খোঁজখবর নেন ও সান্ত্বনা প্রদান করেন। তিনি মাহবুবার রহমানের কবর জিয়ারত করেন এবং মহান আল্লাহর কাছে তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রাব্বানী, নীলফামারী জেলা আমির আব্দুর রশীদ, মিঠাপুকুর উপজেলা আমির ও ইউপি চেয়ারম্যান মাস্টার জয়নাল আবেদীন, সেক্রেটারি আসাদুজ্জামান শিমুলসহ স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা।
উল্লেখ্য, ২০২৩ সালের ৫ নভেম্বর মাহবুবার রহমান দুষ্কৃতকারীদের নির্মম আঘাতে নিহত হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা