১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এসএমএমইউতে তৃতীয় বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন

-

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনও সফলভাবে সম্পন্ন হয়েছে। রোগী বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন। বিশ্ববিদ্যালয়ের ব্লক এফ এর দ্বিতীয় তলায় বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন অ্যান্ড স্টেম সেল থেরাপি সেন্টারের উদ্যোগে গতকাল বুধবার আয়োজিত প্রেসব্রিফিংয়ে হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: সালাহউদ্দীন শাহ তার বিভাগের এই সফলতার কথা জানান। এতে প্রধান অতিথি ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: দীন মোহাম্মদ নূরুল হক।
অধ্যাপক ডা: দীন মো: নূরুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সীমিত সুযোগ সুবিধার মধ্যেও উন্নতমানের বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন সেবা দেয়া হচ্ছে। মাত্র তিন লাখ টাকার মধ্যে অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন অ্যান্ড স্টেম সেল থেরাপি সেন্টারে এখন থেকে প্রতি মাসে কমপক্ষে পাঁচজন রোগীকে এই সেবা দেয়া নিশ্চিত করা হবে।

হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সালাহ উদ্দিন শাহ বলেন, বর্তমান স্টেম সেল বা বোনম্যারো প্রতিস্থাপন রক্ত রোগের আধুনিকতম চিকিৎসাগুলোর মধ্যে অন্যতম। সারা পৃথিবীতে লিউকেমিয়া, লিম্ফোমা, মায়েলোমাসহ রক্তের ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। লিউকেমিয়াসহ রক্তের ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্যালাসেমিয়া রোগীদেরও স্থায়ী চিকিৎসাপদ্ধতি হচ্ছে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন।
প্রেসব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা: এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা: মো: হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগে. জেনা. ডা: মো: রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement