চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে আগুন ৪ জন দগ্ধ
- চট্টগ্রাম ব্যুরো
- ২৯ মার্চ ২০২৪, ০০:০০
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে ইঞ্জিন বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটের বে-ওয়ান ক্রুজ শিপের পাশে নোঙর করা একটি ট্রলারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মোহাম্মদ জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫), এমরান (২৮)। তারা সবাই জেলে।
সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, মাছ ধরার ট্রলারে ইঞ্জিন থেকে সৃষ্ট আগুনে চারজন দগ্ধ হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া স্বদেশ গুহ নয়া দিগন্তকে বলেন, বিস্ফোরণের পর আহতরা নদীতে ঝাঁপ দেন। সেখান থেকে আমরা তাদের উদ্ধার করে মেডিক্যালে নিয়ে যাই। দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক।
চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, দগ্ধ চারজনকে চমেক হাসপাতালে বার্ন ও ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা