০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬
`

ঢাকা থেকে প্রতিটি ট্রেন বিলম্বে ছেড়ে যাচ্ছে যাত্রীদের ভোগান্তি

-

 


ঢাকা রেলওয়ে স্টেশন থেকে প্রতিটি ট্রেন বিলম্বে ছেড়ে যাচ্ছে। ধীরগতির কারণে যাত্রীদের স্টেশনে ভোগান্তি বাড়ছে বলে জানিয়েছেন বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা।
গতকাল সকালে ঢাকা রেলেওয়ে স্টেশনের স্ক্রিনে দেখা গেছে, রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯) ভোর ৬টায় ছাড়ার কথা কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যায়নি। সিলেটগামী পারাবত এক্সপ্রেস ভোর সাড়ে ৬টার দিকে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়েনি। চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮) সকাল ৭টায় ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়েনি।
সাড়ে ৮টায় দেখা যায়, কিশোরগঞ্জগামী এগার সিন্দুর প্রভাতী (৭৩৭) সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু সেটি ছাড়েনি। দেওয়ানগঞ্জ বাজারগামী তিস্তা এক্সপ্রেস (৭০৭) সকাল সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়েনি, মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার (৪৩) সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা। সেটিও ছাড়েনি। অন্য দিকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী (৭০৪) সকাল ৭টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ঢাকা থেকে ছাড়ে ৮টা ২৫ মিনিটে।

এ বিষয়ে ঢাকা রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ট্রেনগুলো ঢাকায় বিলম্বে পৌঁছার কারণে মূলত দেরি করে ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে যাচ্ছে। এ ছাড়া বিশেষ কোনো কারণ নেই।
এদিকে বর্তমান রাজনৈতিক সহিংসতার কারণ দেখিয়ে রাতে ট্রেনের গতি কমিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে রেখে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
ওই চিঠিতে বলা হয়েছে, চলমান বিরূপ রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপদ ট্রেন পরিচালনার জন্য পূর্বাঞ্চলের ৯টি সেকশনে নিয়মিত ট্র্যাক পেট্রোলিং করতে হবে। একই সাথে রাতে অর্থাৎ রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলাচলরত ট্রেনগুলো নিয়ন্ত্রিত গতিতে অর্থাৎ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিতে ট্রেন পরিচালনা করতে হবে। সেকশনগুলো হচ্ছে ঢাকা-আখাউড়া; চট্টগ্রাম-কক্সবাজার; চট্টগ্রাম-আখাউড়া; শায়েস্তাগঞ্জ শ্রীমঙ্গল-সিলেট; ময়মনসিংহ-সম্ভুগঞ্জ; গৌরিপুর ময়মনসিংহ-শ্যামগঞ্জ; আখাউড়া-ভৈরববাজার; টঙ্গী-ভৈরববাজার এবং জয়দেবপুর-গফরগাঁও। এ ছাড়া ঘন কুয়াশা ও ট্র্যাকে ট্রেন নিরাপত্তার জন্য গত কয়েক দিন ধরে ট্রেন চলাচলে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন লোকোমাস্টাররা।


আরো সংবাদ



premium cement
দোয়ারাবাজার সীমান্তে সাড়ে ১৪ লাখ টাকার পণ্য জব্দ ‘আদর্শ সমাজ গঠনে রুকনদের ভূমিকা পালন করতে হবে’ শেরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে ২ বন্ধুর মৃত্যু যেতে না পারা প্রায় ১৮০০০ কর্মীকে মালয়েশিয়া পাঠানোর বিষয়ে কাজ করছে সরকার : উপদেষ্টা পলিথিন বন্ধে ১ নভেম্বর অভিযান শুরু : পরিবেশ সচিব সংলাপে কিছু মৌলিক বিষয়ে সংস্কার নিয়ে কথা বলেছি : জামায়াত আমির একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক মজিবুর রহমান মাস্টার আর নেই গাজীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলআরোহী নিহত গণহত্যায় ফেনীর ৩ শহীদ পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা ঘরমালিকের স্ত্রীকে নিয়ে পালাল রাজমিস্ত্রী, উল্টো প্রতিশোধ! সিলেটে সড়কে মৃত্যুর মিছিল, ২ মাসে ৪০ জন নিহত

সকল